কলকাতা, ৫ জুলাই: “৭২ ঘণ্টা পরেও নিজের বক্তব্যের সমর্থনে নিজেরই বাড়ির ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ দেখাতে ব্যর্থ মাননীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ মিস্টার সলিসিটর জেনারেল এমন দুর্বল রক্ষণ নিয়ে আপনি বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন৷ তবে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে নন৷” সোমবার সাতসকালেই ফের তুষার মেহতা শুভেন্দু (Suvendu Adhikari) সাক্ষাতের বিষয়টি উসকে দিয়ে টুইটে কটাক্ষ ছুঁড়েদিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নারদা মামলায় সিবিআই-এর আইনজীবীর ভূমিকায় রয়েছেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন এই মামলার এক বিশেষ অভিযুক্ত শুভেন্দু অধিকারী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ আরও পড়ুন-Love Jihad: প্রাক্তন আইএএস কর্তার মেয়েকে ধর্মান্তরণের চেষ্টা, হাজতে মুসলিম যুবক
Even after 72 hours, Mr Tushar Mehta, Hon'ble SG of India, has failed to release the 20 mins of CCTV footage of his OWN HOUSE to corroborate his OWN STATEMENT.
Mr SG, with such weak defence you can continue serving as @BJP4India's SECRET GENERAL, not INDIA’S SOLICITOR GENERAL.
— Abhishek Banerjee (@abhishekaitc) July 5, 2021
গত বৃহস্পতিবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িও যান৷ এই ঘটনা নারদা মামলার তদন্তে ঘৃতাহুতি দিয়েছে৷ বিষয়টি প্রকাশ্যে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণের দাবি তোলেন বিজেপি নেতা কুণাল ঘোষ৷ একই প্রসঙ্গে প্রতিবাদে সরব হয়েছেন ডেরেক ও’ব্রায়েন৷ নারদা মামলার অভিযুক্ত শুভেন্দু কীকরে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে দেখা করেন? তানিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মুখাপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা৷ তিনি বলেন, “ইউপিএ আমলে আইনমন্ত্রী সিবিআইয়ের হলফানামা দেখায় তাঁর অপসারণের দবি তুলেছিল, বিজেপি এখন কী হবে?”
কয়লা ব্লক কান্ডে এক অভিযুক্তের সঙ্গে বৈঠকের অভিযোগে Ex CBI chief রঞ্জিত সিনহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ হয়েছিল। তাহলে নারদের CBI FIR named শুভেন্দু SG+CBI আইনজীবী তুষার মেহতার বাড়ি যাওয়ার ঘটনা ছাড় পাবে কেন? তদন্ত হোক। প্রভাবশালী হিসেবে এখনই শুভেন্দুকে গ্রেপ্তার করা হোক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 4, 2021
Pl remember,
BJP sought resignation of Law Minister in UPA for seeing the CBI affidavit only.
Reply now-
Why did an accused visit the residence of Solicitor General?
Is this legally & morally correct as SG is CBI counsel?
Is this conflict of interest?https://t.co/BIQ1ZYDG2v
— Randeep Singh Surjewala (@rssurjewala) July 5, 2021
যদিও এসব বিতর্কের মাঝেই তুষার মেহতার দাবি, শুভেন্দুবাবু তাঁর বাড়িতে এলেও ২জনের সাক্ষাৎ হয়নি৷ কিছুক্ষণ বসে চা বিস্কুট খেয়ে চলে যান বিজেপি নেতা৷ এহেন সাফাইয়ের ৭২ ঘণ্টা পরেও সেই বক্তব্যের স্বপক্ষে ২০ মিনিটের সিসিটিভি ফুটেজের প্রমাণ পেশ করতে পারেননি সলিসিটর জেনারেল৷ বিষয়টি নিয়ে তৃণমূলের সুখেন্দু শেখর রায় ও মহুয়া মিত্র দিল্লিতে ঝড় তুলবেন তাতে সন্দেহ নেই৷ রাষ্ট্রপতির কাছেও তুষার মেহতার অপসারণের দাবি জানাবে তৃণমূল কংগ্রেস৷ বিষয়টিকে নিয়ে জাতীয় রাজনীতিতে হইচই ফেলতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির৷ তা অভিষেকের টুইটে একেবারে স্পষ্ট হয়ে গেল৷