অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তুষার মেহতা (Photo Credits: Social Media)

কলকাতা, ৫ জুলাই: “৭২ ঘণ্টা পরেও নিজের বক্তব্যের সমর্থনে নিজেরই বাড়ির ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ দেখাতে ব্যর্থ মাননীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ মিস্টার সলিসিটর জেনারেল এমন দুর্বল রক্ষণ নিয়ে আপনি বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন৷ তবে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে নন৷”  সোমবার সাতসকালেই ফের তুষার মেহতা শুভেন্দু (Suvendu Adhikari) সাক্ষাতের বিষয়টি উসকে দিয়ে টুইটে কটাক্ষ ছুঁড়েদিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নারদা মামলায় সিবিআই-এর আইনজীবীর ভূমিকায় রয়েছেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন এই মামলার এক বিশেষ অভিযুক্ত শুভেন্দু অধিকারী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷  আরও পড়ুন-Love Jihad: প্রাক্তন আইএএস কর্তার মেয়েকে ধর্মান্তরণের চেষ্টা, হাজতে মুসলিম যুবক

গত বৃহস্পতিবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িও যান৷   এই ঘটনা নারদা মামলার তদন্তে ঘৃতাহুতি দিয়েছে৷ বিষয়টি প্রকাশ্যে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণের দাবি তোলেন বিজেপি নেতা কুণাল ঘোষ৷ একই প্রসঙ্গে প্রতিবাদে সরব হয়েছেন ডেরেক ও’ব্রায়েন৷ নারদা মামলার অভিযুক্ত শুভেন্দু কীকরে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে দেখা করেন? তানিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মুখাপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা৷ তিনি বলেন, “ইউপিএ আমলে আইনমন্ত্রী সিবিআইয়ের হলফানামা দেখায় তাঁর অপসারণের দবি তুলেছিল, বিজেপি এখন কী হবে?”

যদিও এসব বিতর্কের মাঝেই তুষার মেহতার দাবি, শুভেন্দুবাবু তাঁর বাড়িতে এলেও ২জনের সাক্ষাৎ হয়নি৷ কিছুক্ষণ বসে চা বিস্কুট খেয়ে চলে যান বিজেপি নেতা৷ এহেন সাফাইয়ের ৭২ ঘণ্টা পরেও সেই বক্তব্যের স্বপক্ষে ২০ মিনিটের সিসিটিভি ফুটেজের প্রমাণ পেশ করতে পারেননি সলিসিটর জেনারেল৷ বিষয়টি নিয়ে তৃণমূলের সুখেন্দু শেখর রায় ও মহুয়া মিত্র দিল্লিতে ঝড় তুলবেন তাতে সন্দেহ নেই৷ রাষ্ট্রপতির কাছেও তুষার মেহতার অপসারণের দাবি জানাবে তৃণমূল কংগ্রেস৷ বিষয়টিকে নিয়ে জাতীয় রাজনীতিতে হইচই ফেলতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির৷ তা অভিষেকের টুইটে একেবারে স্পষ্ট হয়ে গেল৷