আগামী ১ জুন বাংলা তথা গোটা দেশে শেষ দফার ভোট। অবশিষ্ট ৫৭ আসনে ভোট গ্রহণ হবে এদিন। শেষ দফার ভোটের আগে মঙ্গলবার ফের বারাসাতে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগে দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে বাংলায় এটাই মোদীর শেষ সভা। এদিন পর পর দুটি সভা করবেন তিনি। একটি বারাসাতে অন্যটি যাদবপুরে। সভা শেষ কলকাতায় রোড-শোও করবেন মোদী। বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির অভিযোগকারী মহিলা রেখা পাত্রর সমর্থনে মঞ্চে উঠে মোদীর কণ্ঠে প্রথমেই শোনা গেল ঘূর্ণিঝড় রেমালের প্রসঙ্গ। মা কালীকে প্রণাম জানিয়ে সভায় উপস্থিত উপচে পড়া ভিড়ের উদ্দেশ্যে নমো বললেন, 'মায়ের আশীর্বাদেই আমরা সবাই মিলে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে সক্ষম হয়েছি। ঘূর্ণিঝড় রেমালের দিকে কেন্দ্র নজর রেখেছিল। আমি ক্রমাগত রাজ্যবাসীর খোঁজখবর নিয়েছি'।
দেখুন কী বললেন মোদী...
#WATCH | Prime Minister Narendra Modi addresses a public rally in Barasat, West Bengal.
He says, "First of all, I bow before Maa Kaali. With her blessings, together we faced the Cyclone (Remal). The government of India continuously monitored the cyclone, I too was in continuous… pic.twitter.com/4qATleIx9h
— ANI (@ANI) May 28, 2024
রবিবার রাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। একরাতের ঝড়বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন, গোসাবা, হাসনাবাদের মত উপকূলবর্তী এলাকায়। অসংখ্য গাছ উপড়ে পড়েছে, বহু ঘরবাড়ি ভেঙেছে। উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশংসা বাণী শোনা গিয়েছে মোদীর কণ্ঠে।