বর্ধমান, ৩ মেঃ প্রকাশ্য সভায় হিন্দুদের হুমকি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের এক মুসলিম নেতা। নদিয়ার (Nadia) চাপরায় দলীয় বৈঠকে তৃণমূল নেতা রাজীব শেখের বক্তৃতার ভিডিয়ো নিয়ে এবার তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার বর্ধমান-দুর্গাপুরের (Bardhaman-Durgapur) সভায় দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে মোদী বললেন, এটাই কি তবে বাঙালিদের ভাষা, সংস্কৃতি? বাংলায় হিন্দুদের এ কি অবস্থা?
বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার পরপর তিনটি সভা রয়েছে তাঁর। বৃহস্পতিবার রাতে রাজভবনে রাত্রিযাপন করে পরের দিনের প্রথম কর্মসূচি বর্ধমান-দুর্গাপুরের সাঁই কমপ্লেক্সের সভার উদ্দেশ্যে রওনা দেন মোদী। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং অসীমকুমার সরকারের সমর্থনে আয়োজিত হয়েছে প্রধানমন্ত্রীর এই সভা। নমো-কে দেখতে জনজোয়ার নেমেছে সভাস্থলে। বাংলায় তৃণমূল শাসনের নিন্দায় শুরু থেকেই সরব মোদী। বললেন, 'তারা (তৃণমূল সরকার) কখনই দেশের উন্নয়ন আনতে পারবে না। তারা কেবলই ভোটের জন্যে সমাজকে, দেশকে বিভক্ত করতে পারবে'।
নদিয়ার চাপরায় দলীয় বৈঠকে তৃণমূলের মুসলিম নেতা রাজীব শেখের বাংলার হিন্দুদের হুমকি দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শাসক দলের ওই নেতার বক্তৃতার প্রসঙ্গ তুলে এদিন সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে মোদীর প্রশ্ন, 'তৃণমূলের এক বিধায়ক হুমকি দিয়ে বললেন, বাংলার হিন্দুদের ২ ঘণ্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। এটা কি ধরণের ভাষা? কি ধরণের রাজনৈতিক সংস্কৃতি? বাংলায় হিন্দুদের সঙ্গে কী হচ্ছে এইসব?'
বর্ধমান-দুর্গাপুর সভা থেকে মোদী...
#WATCH | West Bengal: Addressing a public rally in Bardhaman-Durgapur PM Modi says, "They (Opposition) cannot bring development. They only know how to divide the society for the sake of votes... A TMC MLA gave an open threat. He said that they would drown Hindus in Bhagirathi in… pic.twitter.com/AP9YNa1OD2
— ANI (@ANI) May 3, 2024
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে রেখেছে বলে অভিযোগ মোদীর। তাঁর কটাক্ষ, 'জয় শ্রী রামে তাঁদের (তৃণমূল) আপত্তি। জয় শ্রী রাম শুনলে তাঁদের জ্বর চলে আসে'।