Representative Photo (Photo Credits: X)

আরজি করের ক্ষত এখনও ঠিক হয়নি।  এরমধ্যেই ফের মহানগরের ধর্ষণের ঘটনা। এবার শিকার হল মাত্র সাত মাসের এক শিশু। জানা যাচ্ছে, বড়তলা থালা এলাকার বিডন স্ট্রিটে বেশকিছু ফুটপাতবাসী রাতে ঘুমোয়। শুক্রবার রাতে এক দম্পতি তাঁদের কন্যা সন্তানকে নিয়ে ফুটপাতে ঘুমোচ্ছিল। অভিযোগ গভীর রাতে তাঁদের শিশুকে কেউ তুলে নিয়ে গিয়েছিল। শনিবার সকালে ঘুম থেকে উঠে শুরু হয় খোঁজাখুজি। কিন্তু না পাওয়ার কারণে থানায় অভিযোগ জানানো হয়। তারপরেই এদিন দুপুরে ওই বাচ্চাটিকে ফুটপাত থেকে কিছুটা দূরে তাঁকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়।

অভিযোগ, যখন ওই শিশুকে খুঁজে পাওয়া যায় তখন তাঁর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন রয়েছে সেই কারণেই রক্ষক্ষরণ হচ্ছিল। বর্তমানে তাঁকে পেডিয়াট্রিক আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

যদিও কে বা কারা ওই বাচ্চাকে ধর্ষণ করেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার শিশু সুরক্ষা ৬৫ (২), ১৩৭ (২) ও পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।