কলকাতা, ১৭ ডিসেম্বর: রাজ্যপালের পরামর্শকে তুড়ি মেরে আরও একবার পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বা্ংলায় CAA এবং NRC-র প্রত্যাহারের দাবি নিয়ে ফের পথে নামলেন মমতা ব্যানার্জি(Mamata Banerjee)। মঙ্গলবার যাদবপুর ৮বি স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে যদুবাবু বাজারে। মিছিল থেকেই ক্যাব এবং এনআরসি-র বিরুদ্ধে স্লোগান তুললেন তিনি। মঙ্গলবার মমতা ব্যানার্জির সঙ্গে মিছিলে রয়েছেন নুসরত জাহান(Nusrat Jahan) এবং মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)ও। আগামিকালও চলবে এই প্রতিবাদ মিছিল।
গত সপ্তাহে সাংবাদিক বৈঠক করে CAB এবং NRC-র প্রতিবাদ মিছিলের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতই সোমবার প্রথম প্রতিবাদ মিছিলে রাস্তায় নামেন তিনি। ময়দানের কাছে রেড রোডে বাবা আম্বেদকরের পাদদেশ থেকে মিছিল শুরু করেন তিনি। মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।আরও পড়ুন: Jamia Millia Islamia Protests: জামিয়া বিশ্ববিদ্যালয়ে আটক ১০ জনই বহিরাগত, কোনও পড়ুয়া নেই বলে ব্যাখ্যা দিল্লি পুলিশের
সোমবার মিছিল শেষে তিনি বলেন, 'বাংলাকে দখল করার ওদের পরিকল্পনা ভেস্তে দেব। রাষ্ট্রপতির কাছে লক্ষ লক্ষ কোটি কোটি চিঠি দিন। রক্ত দিয়ে চিঠি লিখুন। অধিকার বুঝে নিন তবে শান্তিপূর্ণ ভাবে। দেশ আমাদের সবার। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। শান্তিতে মিছিল মিটিং করুন। আইন হাতে তুলে নেবেন না। ওরা আগুন লাগিয়ে উসকে দিতে চাইছে কোনও ফাঁদে পা দেবেন না। গণআন্দোলনে অংশ নিন, নাগরিক অধিকার বুঝে নিন। বাংলায় কালা আইন মানছি না। এনআরসি ক্যাব (CAA) মানছি না।'
Kolkata: West Bengal CM Mamata Banerjee leads protest march from Jadavpur to Jadu Babu's Bazar. The CM says, "Our slogan is 'No CAB, No NRC in Bengal' ". pic.twitter.com/EdMwUVXE5Y
— ANI (@ANI) December 17, 2019
মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ঢাকুরিয়া সেতু হয়ে গোলপার্ক, গড়িয়াহাট রোড এবং রাসবিহারী এভিনিউ-এর উপর দিয়ে যদুবাবুর বাজারে গিয়ে শেষ হবে এই মিছিল।