
কলকাতাঃ রবি (Sunday) বিকেলেই তোলপাড় বঙ্গ। বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার থেকেই খানিকটা কমেছে কলকাতাসহ (Kolkata) শহরতলির তাপমাত্রা। একধাপে কমেছে তাপমাত্রা। রবিবারের পর তা আরও কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, সোমবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রবিতে দিনভর দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। কলকাতার পাশাপাশি বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, নদিয়ায় জারি হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমানে।
বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, কখন সাজবে আকাশ?
শুধু শনি-রবিই নয়, আগামী ২১ মে পর্যন্ত চলবে এই দুর্যোগ, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পাশপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটারের বেশিও হতে পারে।
বিকেলেই তোলপাড়, ধেয়ে আসছে দুর্যোগ, কখন নামবে বৃষ্টি?
Todays (18 May) Forecast: massive thunderstorms expected over Karnataka, Tamilnadu, Maharashtra, Andhra Pradesh, Telangana Goa and northeast India.
Moderate to isolated intense thunderstorms expected over south Madhya Pradesh, Chattisgarh, Jharkhand, north Bihar, West Bengal,… pic.twitter.com/EJS4tdh9UM
— 🔴All India Weather (@pkusrain) May 18, 2025