Road Accident (Photo Credit: X)

ফের মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন এ রাজ্যের বাসিন্দারা। জানা যাচ্ছে, বর্ধমানের (Burdwan) ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর আচমকাই উল্টে যায় এই যাত্রীবাহী বাসটি। সেই সময় বাসে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে, এদের মধ্যে কমবেশি সকলেই আহত হয়েছেন। তবে তাঁদের মধ্যে ২৮ জন একটু বেশিই আহত হয়েছেন। তাঁরা ভর্তি হাসপাতালে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ।

দুর্ঘটনায় আহত অনেকে

জানা যাচ্ছে, বুধবার সকালে বাসটি বাংলা-ঝাড়খণ্ড লাগোয়া সীমান্ত এলাকা ডুমুরদিহি চেকপোস্টের কাছে বড়মুড়িয়া মোড় দিয়ে বেশ দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই বিকট শব্দ হয়, আর তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের দাবি, চলন্ত বাসে চাকা ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। তবে কিছুজনের অভিযোগ, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিল, সেই কারণেই এই বিপত্তি হয়।

পলাতক চালক ও খালাসি

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে চালক ও বাসের খালাসি পলাতক। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে আহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে।