খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ড (ছবিঃFacebook)

কলকাতাঃ শহরের (City)বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। খিদিরপুর (Kidderpore)বাজারে (Market)বিধ্বংসী আগুন। রবিবার মধ্যরাতে আচমকাই আগুন লাগে ওই বাজারে। আগুনে পুড়ে ছাই প্রায় ৪০০ দোকান। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে হাজির দমকলমন্ত্রী সুজিত বসু। জানা গিয়েছে, এদিন রাত ২.০৫ নাগাদ আগুন লাগে ওই বাজারে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল।

শহরের বুকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই শয় শয় দোকান

মাঝরাত থেকে শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকায়। আতঙ্কে সাধারণ মানুষ। যদিও দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও সঙ্গে সঙ্গে আসেনি বাহিনী। এলাকা ঘিঞ্জি হওয়ায় ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ওই বাজারে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তার কারণে আরও ছড়িয়ে পড়ে আগুন। তবে কীভাবে আগুন লাগে তা এখনও অজানা।

 শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান