কলকাতা, ১০ নভেম্বর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তপসিয়ার (Topsia) বস্তি। প্রাথমিকভাবে ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফের আরও ৬টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে তপসিয়া ২৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আগুনের গ্রাসে পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এবং দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। কী থেকে আগুন লেগেছে, যদিও সেটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। সামনেই কালীপুজো। উৎসবের প্রাক্কালে এমন একটি ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন বস্তিবাসীরা।
#WATCH Kolkata: Fire breaks out in a slum area in Topsia. Six fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/bE8MPOSy5v
— ANI (@ANI) November 10, 2020
মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ আগুন লাগে বস্তিতে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সুজিত বসুর অনুমান, একটি গুদাম ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। বস্তির ঘরবাড়ি ঘিঞ্জি হওয়ার কারণে দ্রুত তা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক জাভেদ খানও।