মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদি (Photo credits : ANI)

করোনা যুদ্ধে প্রস্তুত থাকতে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার মমতা চিঠি লিখলেন পিএসএ অক্সিজেন প্ল্যান্ট নিয়ে। মানে রাজ্যের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কারখানা করতে উদ্যোগী রাজ্য সরকার। চিঠিতে সরাসরি মমতা বললেন, "আমরা ৭০টি পিএসএ প্ল্যান্ট (অক্সিজেন কারখানা) খোলার কথা বলেছিলাম, কিন্তু এখন বলা হচ্ছে আমরা প্রথম দফায় মাত্র ৪টি পিএসএ প্ল্যান্টের অনুমতি মিলেছে। বাকিগুলো কবে পাবো তা নিয়ে স্বচ্ছতা নেই।

চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা আরও লেখেন, বর্তমানে কোভিড অতিমারী পরিস্থিতিতে লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন আমাদের কাছে কতটা উপলব্ধ আছে আমি তা আগেই জানিয়েছি। কিন্তু এখনও সে বিষয়ে জানার অপেক্ষায় আছি। আমি এই চিঠিতে পিএসকে (প্রেসার সুইং অ্যাডজর্পশন) নিয়ে আপনাকে জানাতে চাই। রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেন কারখানা গড়া খুবই প্রয়োজন বলে মমতা আগেই জানিয়েছিলেন।

আরও পড়ুন: Covid Patients Die: নির্মম! কোভিড রোগীকে ঢুকতে বাধা পুলিশের, অ্যাম্বুলেন্সেই মৃত্যু ২ করোনা আক্রান্তের

ক দিন আগেই কোভিড ভ্যাকসিন তৈরির জন্য কেন্দ্রকে জমি দিতে চেয়েছিলেন মমতা। তার আগে কোভিড চিকিৎসা সরঞ্জামের ওপর জিএসটি ও কর ছাড়ার কথা লিখে প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছিলেন।