মমতা ব্যানার্জি (Photo: Twitter)

কলকাতা, ২৯ ডিসেম্বর: বরাবরই চর্চা তাঁকে ঘিরে। দেশীয় রাজনীতিতে রাজ্যের বিচারে সবচেয়ে চর্চায় থাকা মুখ্যমন্ত্রী (Chief Minister) তিনি। এমনটা বললেও কিছু কম বলা হয় না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। গান হোক বা আঁকা, শ্লোগান হোক বা কবিতা চর্চিত তাঁর শিল্প কীর্তিও। এবারেও তার অন্যথা হল না। ফের নতুন কবিতা লিখলেন মমতা ব্যানার্জি। সিএএ-এনআরসির বিরুদ্ধে তাঁর নতুন প্রতিবাদী কবিতার নাম 'অধিকার।'

সংশোধিত নাগরিকত্ব আইন এবং দেশব্যাপী প্রস্তাবিত এনআরসি (NRC) নিয়ে আন্দোলন করছেন অনেক আগে থেকেই। এবার সেই আন্দোলনের সমর্থনে কলম ধরলেন মুখ্যমন্ত্রী। কবিতা লিখে ইতিমধ্যেই নিজের ফেসবুকে পোস্টও করেছেন তিনি। গত শুক্রবারই এই কবিতা পোস্ট হয় মুখ্যমন্ত্রীর ফেসবুক ওয়ালে (Facebook Wall)। দেশের বর্তমান পরিস্থিতিতে অবিশ্বাস প্রকাশই এই কবিতার বিষয়বস্তু। শুরুতেই লিখেছেন, 'আমি তো এই দেশটাকে চিনি না। আমি তো এইখানে জন্মাইনি।' এছাড়াও এই কবিতায় বিভাজনকারী শক্তির সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কেন কেউ তাঁর অধিকার হরণ করবে। সেই প্রশ্নও তুলে ধরেছেন অচিরেই। কবিতার মাধ্যমে তিনি এও দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, তিনি সমস্ত অধিকার ভোগ করে এই দেশেই থাকবেন। আরও পড়ুন: Shopping Mall In Sealdah Station: শিয়ালদা স্টেশনে তৈরি হবে অত্যাধুনিক শপিং মল, ট্রেন ধরার ফাঁকেই করুন কেনাকাটা

সিএএ (CAA) এবং এনআরসির সমর্থনে যাঁরা প্রচার করছেন তাঁদের স্বার্থপর দৈত্য হিসেবে বর্ণনা করেছেন মমতা। পাশাপাশি তাঁর আক্ষেপ বিভেদকারী শক্তি কেবল দরিদ্রদেরই ফাঁদে ফেলার চেষ্টা করে। কবিতার মাধ্যমে যাঁরা ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রতি প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সব নাগরিককে (Citizen) ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়েছে। তবেই তাদের অধিকার অক্ষত থাকবে বলেও মত প্রকাশ করেছেন তিনি। শেষে তিনি বলেছেন, আমরা সবাই নাগরিক। সিএএ, এনআরসি মানব না।