'' মমতা ব্যানার্জি বাংলাকে কাশ্মীর বানানোর চেষ্টা করছেন'', ফের বিস্ফোরক অর্জুন সিং
মমতাকে চ্য়ালেঞ্জ অর্জুনের। (Photo Credits: PTI)

হাওড়া, ২৯ জুলাই: তৃণমূল ছাড়ার পর থেকেই বারবার তাঁর পুরনো নেত্রীর বিরুদ্ধে তোপ দাগছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। লোকসভা ভোটের সময় নানা ঘটনায় তৃণমূলের (TMC) সঙ্গে একেবারে সাপে নেউলে সম্পর্ক হয়ে গিয়েছে অর্জুনের। লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) জেতার পর সুর চড়িয়েছেন অর্জুন। আর এবার ভাটপাড়ার বেতাজ বাদশার বিস্ফোরক অভিযোগ, পশ্চিমবাঙলাকে কাশ্মীর (Kashmir) বানানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

লিলুয়ার এক জনসভায় অর্জুনের আরও অভিযোগ, ''ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশী, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ভোটব্যাঙ্ক মজবুত করতে চাইছেন মমতা ব্যানার্জি। এরপর ব্যারাকপুরের সাংসদ বলেন, ''ক্ষমতা টিকে থাকার জন্য মমতা এতটা মরিয়া, যে তার জন্য যা খুশি করতে পারেন। এমনকি ক্ষমতা হারালে উনি আত্মহত্যা পর্যন্ত করতে পারেন।''আরও পড়ুন-তৃণমূলে সাড়ে ৩ লক্ষ হোলটাইমার নিয়োগের পথে মমতা ব্যানার্জি

এর আগে মমতাকে ভাটপাড়া থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে অর্জুন বলেন,'' ওখানে যতই দাঙ্গার চেষ্টা করুন, ভাটপাড়ায় আপনি ঢুকতে পারবেন না। আমার ছেলে পবনও আপনাকে হারিয়ে দেবে। ভাটপাড়ার মানুষ আপনাকে নয়, অর্জুন সিংকে চায়।''

ব্যারাকপুরের সাংসদের আরও অভিযোগ ''বাইরে থেকে গুন্ডাদের নিয়ে এসে ভাটপাড়া দখলের চেষ্টা করছে তৃণমূল। কিন্তু তাতে লাভ হবে না। কারণ ভাটপড়ার হৃদয়ে আছি আমরা। ভাটপাড়ার হৃদয়ে আছে বিজেপি। পুলিশ সব জেনেও মমতা ব্যানার্জি-র ক্যাডার হিসেবে কাজ করছে।'' পাশাপাশি অর্জুনের আরও দাবি তৃণমূল ১০৭ জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই ২০২১ সালের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে। অর্জুনের সভায় ৫০০জন কর্মী বিজেপিতে যোগ দিলেন।