কলকাতা, ১০ ডিসেম্বর: 'তোমরা এলে আমরা বসে থাকব আর ললিপপ খাব, এটা কখনও ভেবো না।' মহম্মদ ইউনুসর তদারকি সরকার বাংলাদেশে ক্ষমতায় এলে ক্রমাগত সে দেশের মানুষের একাংশের তরফে বলা হচ্ছে, তাঁরা নাকি কলকাতা তথা পশ্চিমবঙ্গ (West Bengal) 'দখল' করবেন। এমনকী বাংলাদেশের (Bangladesh) অবসরপ্রাপ্ত সেনাকর্তাদেরও সম্প্রতি বলতে শোনা যায়, ৩ দিনের মধ্যে নাকি তাঁরা কলকাতা দখল করবেন। বাংলাদেশের এহেন ভুয়ো আওয়াজের জেরে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যখন আসবেন, তখন আমরা বসে ললিপপ খাব, এটা ভাববেন না।
মহম্মদ ইউনুস সরকার ক্ষমতায় এলে, কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা অনেকেই করছেন না সে দেশে। ফলে তাঁরা সম্প্রতি বলতে শুরু করেন, বাংলা, বিহার, ওড়িশা (Odisha) নাকি 'দখল' করবেন। যার উত্তর বিধানসভায় বেশ কড়াভাবেই দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতটা হিম্মত কারও নেই যে বাংলা, বিহার, ওড়িশা দখল করবে। ওই সময় কি আমরা বসে ললিপপ খাব? অর্থাৎ বাংলাদেশ থেকে উড়ে আসা একের পর এক মন্তব্যের জেরে এবার মুখ খুলে কার্যত পালটা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।