শিলিগুড়ি, ৬ অক্টোবর: বন্যা এবং ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে সর্বতোভাবে রয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ বন্যা এবং ধসে বিধ্বস্ত হয়ে পড়তই সোমবার সেখানে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বন্যা এবং ধসে নিহতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ৫ লক্ষ টাকার করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান।
এসবের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষ যাতে এই পরিস্থিতিতে শান্ত থাকুন, সে বিষয়ে আবেদন জানানো হয় মুখ্যমন্ত্রীর তরফে। তিনি বলেন, এই কঠিন পরিস্থিতিতে একতা এবং ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। শুধু তাই নয়, এই কঠিন মুহূর্তে কেউ সংযম হারাবেন না বলেও আবেদন জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই কঠিন পরিস্থিতি সবাই যাতে সবার পাশে থাকেন, সেই আবেদনও জানানো হয় মুখ্যমন্ত্রীর তরফে।