মঙ্গলবার জলপাইগুড়ি থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেই জরুরি অবতারণের সময়ে পা এবং কোমরে চোট পান তিনি। কলকাতায় ফিরেই মমতা সোজা যান এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital )। সেখানে মুখ্যমন্ত্রীর জন্যে হুইলচেয়ারের ব্যবস্থা করা হলেও তা ফিরিয়ে দেন তিনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পিজিতে প্রবেশ করতে দেখা যায় তাঁকে।
সন্ধ্যায় প্রকাশ্যে এল মুখ্যমন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট। এসএসকেএম-এর তরফে মেডিক্যাল বুলেটিনে চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানালেন, বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হিপ জয়েন্টেও চোট রয়েছে তাঁর। ইতিমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁর আঘাতের সমস্ত চিকিৎসার শুরু হয়ে গিয়েছে। সমন্ন হয়েছে এমআরআই (MRI)।
মুখ্যমন্ত্রীর মেডিক্যাল বুলেটিন...
#WATCH | SSKM Director Dr. Manimoy Bandyopadhyay says, "...CM has suffered some injuries due to sudden emergency landing. She is being examined at SSKM for medical management of her condition. Senior doctors are attending to the CM and investigations, including MRI have been… https://t.co/20KeOiwqHO pic.twitter.com/NVRLUYhzKh
— ANI (@ANI) June 27, 2023
তবে চিকিৎসকদের পরামর্শ হাসপাতালে থেকে মুখ্যমন্ত্রীর চিকিৎসা হোক। কিন্তু চিকিৎসকের সেই পরামর্শ এই মুহূর্তে মানতে নারাজ তিনি। পঞ্চায়েত ভোটের আগে প্রচারের মুহূর্তে কোনভাবেই তিনি হাসপাতালে ভর্তি হতে চান না। বাড়িতে থেকে নিজের চিকিৎসা করবেন, চিকিৎসকদের সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।