কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এদিন বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারি ও নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছে। সন্দেশখালি থেকে আরজি কর কাণ্ড, প্রতিটি ঘটনায় দোষীদের কেন বাঁচাতে চাইছেন তিনি। এর উত্তর ওনাকে দিতেই হবে। সাধারণ মানুষের দাবির জন্য আগামীকাল সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে। আমার পুরো বিশ্বাস বাংলার মানুষই এই বনধকে সমর্থন করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস ভেঙে গুড়িয়ে দেবে। সেই সঙ্গে এই দাম্ভিক সরকারকে ফেলে দেওয়ার পরিবেশ সৃষ্টি করবে"।

অন্যদিকে সোমবারের নবান্ন অভিযানকে সমর্থন করলেন আরজি কর কাণ্ডের নিহত চিকিৎসকের পরিবার। এদিন মৃতার বাবা বলেন, "আমাদের এই কর্মসূচির ওপর সম্পূর্ণ সমর্থন ছিল। যে ছাত্রছাত্রীরা আমার মেয়ের মৃত্যুর প্রতিবাদে আন্দোলন করছে তাঁদের পাশে রয়েছি। এটা খুব গর্বের বিষয় যে পড়ুয়ারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার মেয়ে ন্যায়বিচারের জন্য এই কর্মসূচি করেছে। ভবিষ্যতে তাঁরা এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে যাই করুক না কেন তাতে আমাদের সমর্থন থাকবে"।