কলকাতা, ১২ ফেব্রুয়ারি: তৃণমূলের (Trinamool Congress) ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি (TMC National Working Committee) ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কমিটিতে মমতা ছাড়াও থাকছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বুলুচিক বরাই, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, যশবন্ত সিন্হা, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস।
কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় জানান, সভানেত্রীর পদ ছাড়া তৃণমূলের শীর্ষস্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি হচ্ছে। আরও পড়ুন: Rahul Bajaj Passed Away: শিল্পপতি রাহুল বাজাজের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal CM Mamata Banerjee and TMC General Secretary Abhishek Banerjee hold a meeting with senior party leader at the former's residence in Kolkata pic.twitter.com/zrWTIEcp9U
— ANI (@ANI) February 12, 2022
তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতাই। বাকি পদাধিকারীদের নাম তিনিই পরে ঘোষণা করবেন। অর্থাৎ এতদিন যারা পদাধিকারী ছিলেন তাঁরা আর কোনও পদে থাকলেন না। পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দলের মহাসচিব পর্যন্ত সব পদাধিকারীদের নাম জানাবেন তৃণমূল সুপ্রিমো।