শিল্পপতি রাহুল বাজাজের (Rahul Bajaj) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, "দুঃখের বিষয় যে দেশের আইকনিক শিল্পপতি রাহুল বাজাজ আর নেই। তিনি ভারতীয় অর্থনীতিতে সুদূরপ্রসারী অবদানের সঙ্গে মহান উত্তরাধিকার রেখে গিয়েছেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের আমার গভীর সমবেদনা।"
মুখ্যমন্ত্রীর টুইট:
Sad that country's iconic industrialist Rahul Bajaj is no more. He leaves behind a great legacy with far- reaching contributions to the Indian economy.
My deepest condolences to his family, friends, and followers.
— Mamata Banerjee (@MamataOfficial) February 12, 2022