কলকাতা, ১৫ জুলাই: ভারতের জনবহুল রাজ্য উত্তর প্রদেশ (Uttar Pradesh) যেভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, তা প্রশংসার যোগ্য়। করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত নিপুণভাবে সামলে নিয়েছে উত্তরপ্রদেশ। বারাণসীতে হাজির হয়ে যোগী আদিত্যনাথ সরকারের প্রশাংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী (PM Modi) যখন যোগী সরকারকে কোভিড নিয়ন্ত্রণের জন্য বাহবা দিচ্ছে, সেই সময় ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, আইনের উর্দ্ধে উত্তরপ্রদেশ। উন্নাও থেকে হাথরস, একের পর এক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ। এমনকী, উত্তরপ্রদেশে সাংবাদিকদেরও রেয়াত করা হয় না। বাংলার ভাবমূর্তিকে কলূষিত করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
পাশাপাশি তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণ উত্তরপ্রদেশ এমন করেছে যে গঙ্গা দিয়ে একের পর এক মৃতদেহ ভেসে আসতে শুরু করে। উত্তরপ্রদেশ, বিহার হয়ে সেই মৃতদেহ পশ্চিমবঙ্গেও এসে পড়ে। জলসীমা অনেক বিস্তৃত। কোথা থেকে নদী কোথায় বয়ে যায়, সেই ঠিকানা পাওয়া যায় না। তারফলে উত্তরপ্রদেশে মৃত ব্যক্তির দেহ গঙ্গা দিয়ে বাংলায় ভেসে আসতে শুরু করে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
বারাণসীতে হাজির হয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভূয়ষী প্রশংসা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কড়া ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ মহামারীর মধ্য করোনা ভাইরাসকে যেভাবে প্রতিহত করেছে, তা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউকে অত্যন্ত সুনিপুণভাবে রুখে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় যোগী সরকারের প্রশংসার পর তীব্র প্রতিক্রিয়া জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।