Photo Source: ANI Twitter

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য একের পর এক প্রকল্পের প্রস্তাব। প্রতিটি প্রকল্পেই গড়ে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কেন্দ্রের বঞ্চনার মুখেও রাজ্যে জনমুখী বাজেট পেশ করার চেষ্টা করেছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিন দশেক আগে কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অমিত মিত্র (Amit Mitra) মোদি সরকারের সমালোচনার পাশাপাশি রাজ্যের সাফল্য তুলে ধরেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল মা মাটি মানুষের সরকারের জমানায় কৃষি উৎপাদন ৯ শতাংশ বৃদ্ধি। সামাজিক ক্ষেত্রেও সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে বলে অর্থমন্ত্রীর দাবি। এরই মধ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে দেশের মধ্যে প্রথম স্থান দখলের শিরোপা মিলেছে দিল্লি থেকে। বছর ঘুরতেই রাজ্য বিধানসভার ভোট। স্বভাবতই একুশ জয়ে সরকারের চূড়ান্ত রোড ম্যাপ হয়ে উঠতে পারে আজকের বাজেট। আরও পড়ুন: West Bengal Budget 2020: প্রকল্পের নামে রাজ্যের প্রান্তিক মানুষদের ঘুষ দেওয়ার চেষ্টা সরকারের, বাজেট প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ 

বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। একের পর এক প্রকল্পের সূচনা করেন তিনি। পরে সেই সমস্ত প্রকল্প সবিস্তারে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাজেট পেশ নিয়ে বিরোধী দলের নেতাদের আক্রমণের মুখেও পড়েন তৃণমূল নেত্রী। কিন্তু সেদিকে একেবারেই মাথা ঘামাতে নারাজ তিনি। বাজেট-শেষে টুইট করেন মমতা ব্যানার্জি। টুইটে মমতা বলেন, 'আমরা জনমুখী বাজেট পেশ করেছি। কোনও রাষ্ট্রায়াত্ব সংস্থা বিক্রি করিনি আমরা। আর তা না করেও রাজ্যের সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছি আমরা। প্রতিটি রাজ্যের সঙ্গে মিলেমিশে যদি কেন্দ্র কাজ করত তাহলে দেশের সকল সাধারণ মানুষের মুখেই এরম চওড়া হাসি ফুটে উঠত। তবে আমি সাধারণ মানুষের উপরই ছেড়ে দেব, তারাই সিদ্ধান্ত নিক কোন বাজেটটি ভাল।'