Representational Image (Photo Credits: Pixabay)

৪ দিন পর অবশেষে গ্রেফতার হলেন পাথরপ্রতিমায় (Patharpratima) বাজি বিস্ফোরণের ঘটনার অন্যতম অভিযুক্ত তুষার বণিক। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে ঢোলাহাট থানার পুলিশ এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে তাঁকে। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। গত মঙ্গলবার সকালে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকেই তুষারের খোঁজে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। অবশেষে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে।

পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ২

বাসন্তী পুজো উপলক্ষে গত সোমবার চন্দ্রকান্ত ও তুষারের বাড়িতে বেআইনিভাবে বাজি নির্মাণ হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় মৃত্যু হয়ছিল কমপক্ষে ৮ জনের। সকলেই বণিক পরিবারের সদস্য ছিলেন বলে খবর। জানা যাচ্ছে, পুজোর ভোগ বানানোর জন্য বাড়িতেই মজুত ছিল একাধিক সিলিন্ডার। তারমধ্যে বাজি স্তুপে আগুন লাগে। সেখান থেকে প্রতিটা সিলিন্ডার ফেঁটে বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।

শিশু সহ আটজনের মৃত্যু হয়

বাড়িতে তখন শিশুরাও ছিল। আচমকা এই ঘটনা ঘটায় কেউই বাড়ির বাইরে বেরোতে পারেননি। তাই বাড়ির মধ্যেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় সাতজনের। ঘটনার পর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরের দিকে তাঁরও মৃত্যু হয়। ওইদিনই এই ঘটনায় বাড়ির মালিক চন্দ্রকান্তকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে এদিন গ্রেফতার হলেন তুষারও।