নয়াদিল্লিঃ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas)পাথরপ্রতিমায়(Pathar Pratima) ভয়াবহ বিস্ফোরণ(Explosion)। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু চার শিশু সহ সাত জনের। গুরুতর আহত এক মহিলা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সোমবার রাত ৯ টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাথরপ্রতিমার ধোলাঘাট গ্রাম। বিস্ফোরণের তীব্রতা ছিল বিশাল। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ভেঙে পড়ে ওই এলাকার বাড়িঘর। । মজুত বাজি থেকে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটতে থাকে।
পাথর প্রতিমায় গ্যার বিস্ফোরণে সাতজনের মৃত্যু
জানা গিয়েছে, ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেরি এলাকায় চন্দ্রকান্ত বণিক নামে এক ব্যক্তির বাজির গুদাম রয়েছে। তাতেই আগুন লাগে। এই ঘটনা ঘটার পরই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল সূত্রে খবর,ওই গুদামে প্রচুর পরিমাণে পকেট ফায়ার মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আবারও একবার প্রশ্নের মুখে নিরাপত্তা। স্থানীয় সূত্রে খবর, কারখানাটি বেআইনি। তবে প্রশাসনের চোখের আড়ালে কীভাবে গজিয়ে উঠল এই বেআইনি কারখানা? প্রশাসনের নজরদারিও এবার প্রশ্নের মুখে।
পাথরপ্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, ভাঙল বাড়ি, মৃত্যু ৭ জনের
#WATCH | South 24 Parganas, West Bengal: An alleged explosion was reported in Pathar Pratima village of Dholahat last night.
(Morning visuals from the spot) pic.twitter.com/Sb68eEWCNW
— ANI (@ANI) April 1, 2025