Photo Credits: ANI

কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র (TMC MP Mahua Moitra) এক ব্যবসায়ীর থেকে ঘুষ নিয়ে সাংসদে প্রশ্ন (cash for query)  করেছেন বলে অভিযোগ উঠেছে। এরপরই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। শুক্রবার এই বিষয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (LoP West Bengal Suvendu Adhikari)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ (serious allegation)। আর এটা খুবই লজ্জাজনক (shameful) যে তিনি বাংলা থেকে নির্বাচিত (elected)  হয়েছেন। আমি তৃণমূল সাংসদের এই ধরনের কাজের তীব্র নিন্দা (seriously condemn) করছি। আশাকরি লোকসভার এথিকস কমিটি (Lok Sabha Ethics Committee) এই বিষয়ে খুব তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা নেবে।"