কলকাতা, ১৯ মার্চ: অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র-কে। এই মামলা লোকপাল এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল। লোকপালের পক্ষ থেকে জানানো হয়েছে ২০ (৩) এ ধারায় মহুয়া মৈত্র-র বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্ন মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়া হল। আগামী ৬ মাসের মধ্যে সিবিআই-কে এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে লোকপাল। পাশাপাশি এই মামলার তদন্তের গতিপ্রকৃতি এবং কোন জায়গায় দাঁড়িয়ে তা সিবিআই-কে প্রতি মাসে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
দেশের প্রভাবশালী এক ব্যবসায়ীর থেকে মোট অর্থ ও দামি উপহারের বিনিময়ে লোকসভায় মোট ৫০টি প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমন অভিযোগ তুলে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠিয়েছিলেন বিজেপি-র বিদায়ি সাংসদ নিশিকান্ত দুবে।
দেখুন খবরটি
Lokpal orders CBI to probe TMC leader Mahua Moitra under Section 20(3)(a) for 'quid pro quo' regarding questions raised in Parliament.
“We direct the CBI, under Section 20(3)(a) to investigate all aspects of the allegations made in the complaint, and submit a copy of the… pic.twitter.com/HNDFT3hRsU
— ANI (@ANI) March 19, 2024
মহুয়া-র অভিযোগ, তিনি মোদী সরকারের সঙ্গে আদানির অশুভ আঁতাত নিয়ে লোকসভায় সরব হওয়ায়, বিজেপি সবটাই চক্রন্ত করে এই ঘটনাটা সাজিয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই মহুয়া-কে সাসপেন্ড করা হলেও তৃণমূল তাঁর পাশে দাঁড়িয়েছে। গতবারের মত এবারও কৃষ্ণনগর লোকসভা আসনে মহুয়া মৈত্র-কেই প্রার্থী করেছে তৃণমূল।