কলকাতা, ৪ জুন: বাংলার ৪২টি লোকসভা আসনের ফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। চলছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্য়ে ২৯টি-তে এগিয়ে তৃণমূল। ২০১৪ লোকসভার থেকে কিছুটা কম আসন পেলেও তাতপর্যের বিষয়ে মমতার এবারের জয়টা অনেকটা বেশী। বিজেপি সেখানে ১২টি-তে এগিয়ে। গতবারের চেয়ে অন্তত ৬টা আসন কমছে বিজেপির। অথচ এক্সিট পোলে বলা হয়েছিল বাংলায় বিজেপি ২৫-৩০টি আসন পেতে পারে।
এদিন গণনায় একটা সময় তৃণমূল এগিয়ে ছিল ৩১টি-তে। মালদা দক্ষিণের একটি আসনে জিতেছে কংগ্রেস। অধিকারী গড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। উত্তরবঙ্গে কোচবিহারে হারলেও বাকি জায়গাগুলিতে মার্জিন অনেকটা কমে জিতেছে বিজেপি। তবে দক্ষিণবঙ্গে দিদি ঝড়। রাণাঘাট, বনগাঁ, পুরুলিয়া, অধিকারী গড় বাদ দিলে বাকি সব জায়গায় তৃণমূলের ঝড় চলেছে। দেব, শতাব্দীর মত জিতেছেন জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ-রা। হেরেছেন লকেট চট্টোপাধ্যায়, হিরণ-রা। অর্জুন সিং নিজের গড়ে এই প্রথম হারলেন। দুই কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ও নিশীথ প্রামাণিক হেরে গেলেন। তবে ব্যবধান কমলেও জিতেছেন শান্তনু ঠাকুর। আরও পড়ুন- 'স্মৃতি'হারা আমেঠি, কিশোরীলালের 'হাত' ধরে গান্ধী গড় ফিরল কংগ্রেসেই
মালদা এবারও দুটি আসনেই হেরেছে তৃণমূল। আবার মুর্শিদাবাদের তিনটি আসনেই জিতেছে দিদির দল। মুর্শিদাবাদের তিনটি আসনেই তৃতীয় বিজেপি। তৃণমূল, কংগ্রেসের ভোট ভাগাভাগির সুবাদে পুরুলিয়ায় জিতেছে বিজেপি। দার্জিলিংয়ে টানা চারবার জিতল বিজেপি। অবিভক্ত বর্ধমানের সব কটি আসনেই জিতল তৃণমূল। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও সেখানের দুটি আসনেই সহজ জয় পেল জোড়া ফুল। হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি-তে অটুট তৃণমূলের গড়।
গণনায় কে কোথায় এগিয়ে, এক নজরে দেখে নিন--
১) আলিপুরদুয়ার (এসটি)
এগিয়ে: মনোজ টিগ্গা (বিজেপি)
মার্জিন-৭৪ হাজার ভোটে এগিয়ে। দ্বিতীয় প্রকাশ চিক রারিক (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
২) জলপাইগুড়ি (এসসি)
এগিয়ে: জয়ন্ত কুমার রায় (বিজেপি)
মার্জিন- ৮৬ হাজার ভোটে এগিয়ে।
গতবার জয়ী: বিজেপি
----------
৩) কোচবিহার (এসসি)
জয়ী: জগদীশ বসুনিয়া ( তৃণমূল)
পরাজিত: নিশীথ প্রামাণিক (বিজেপি)
গতবার জয়ী: বিজেপি
----------
৪) দার্জিলিং
জয়ী রাজু বিস্তা (বিজেপি)
মার্জিন-
দ্বিতীয়: গোপাল লামা (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
----------
৫) রায়গঞ্জ
এগিয়ে: কার্তিক চন্দ্র পাল (বিজেপি)
মার্জিন- ৬৭ হাজার
দ্বিতীয়- কল্যাণ কৃষ্ণ (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
---------
৬) বালুরঘাট
এগিয়ে: সুকান্ত মজুমদার (বিজেপি)
ব্যবধান-৯,৪০৫
পিছিয়ে: বিপ্লব মিত্র (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
----------
৭) মালদা উত্তর
এগিয়ে: খগেন মুর্মু (বিজেপি)
মার্জিন- ৭৬ হাজার ৯৮৪।
দ্বিতীয়- প্রসূণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
-------------
৮) মালদা দক্ষিণ
জয়ী: ঈশা খান চৌধুরী (কংগ্রেস)।
ব্যবধান- ১ লক্ষ ২৮ হাজার ৩৬৮ ভোটে হারালেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীকে
তৃতীয়-তৃণমূল
গতবার জয়ী: কংগ্রেস
---------
৯) মুর্শিদাবাদ
জয়ী: আবু তাহের খান (তৃণমূল)
মার্জিন- ১ লক্ষ ৬৩ হাজার ৫২৫
দ্বিতীয় মহম্মদ সেলিম (সিপিএম)।
তৃতীয়: গৌরীশঙ্কর ঘোষ (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
-----------
১০) জঙ্গিপুর
জয়ী: খলিলুর রহমান (তৃণমূল)
দ্বিতীয়: মোর্তাজা হোসেন বকুল (কংগ্রেস)
তৃতীয় বিজেপি
গতবার জয়ী: তৃণমূল
----------
১১) বহরমপুর
জয়ী: ইউসুফ পাঠান (তৃণমূল)
পরাজিত: অধীর চৌধুরী (কংগ্রেস)
গতবার জয়ী: কংগ্রেস
----------
১২) কৃষ্ণনগর
জয়ী: মহুয়া মৈত্র (তৃণমূল)
পরাজিত: অমৃতা রায় (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
---------
১৩) রানাঘাট (এসসি)
জয়ী: জগন্নাথ সরকার (বিজেপি)
গতবার জয়ী: বিজেপি
-----------
১৪) বর্ধমান পূর্ব (এসসি)
জয়ী: শর্মিলা সরকার (তৃণমূল)।
গতবার জয়ী: তৃণমূল
----------
১৫) বর্ধমান দুর্গাপুর
জয়ী: কীর্তি আজাদ (তৃণমূল)
পরাজিত: দিলীপ ঘোষ (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
--------------
১৬) আসানসোল
জয়ী: শত্রুঘ্ন সিনহা (তৃণমূল)
পরাজিত: সুরিন্দর সিং আলুওয়ালিয়া (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল (উপ নির্বাচনে)
-------------
১৭) বীরভূম
এগিয়ে: শতাব্দী রায় (তৃণমূল)
গতবার জয়ী: তৃণমূল
------------
১৮) বোলপুর
জয়ী: অসিত মাল
পরাজিত- পিয়া সাহা (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
-----------
১৯) আরামবাগ (তফঃ)
এগিয়ে: মিতালি বাগ (তৃণমূল)
ব্যবধান- ৭ হাজারের বেশী ভোটে এগিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অরূপ কান্তি দিগারের বিরুদ্ধে।
গতবার জয়ী: তৃণমূল
-------------
২০) বনগাঁ (এসসি)
জয়ী: শান্তনু ঠাকুর (বিজেপি)
পরাজিত: বিশ্বজিত দাস (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
--------------
২১) ব্যারাকপুর
এগিয়ে: পার্থ ভৌমিক (তৃণমূল)
মার্জিন- ৬৫ হাজার
পিছিয়ে- অর্জুন সিং (বিজেপি)
গতবার জয়ী: বিজেপি
-----------
২২) হাওড়া
জয়ী: প্রসূণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
গতবার জয়ী: তৃণমূল
------------
২৩) উলুবেড়িয়া
জয়ী: সাজদা আহমেদ (তৃণমূল)
গতবার জয়ী: তৃণমূল
-------------
২৪) শ্রীরামপুর
জয়ী: কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
দ্বিতীয়: কবীর শঙ্কর বোস , তৃতীয়: দীপ্সিতা ধর (সিপিএম)
গতবার জয়ী: তৃণমূল
--------------
২৫) হুগলি
জয়ী: রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
পরাজিত- লকেট চট্টোপাধ্যায় (বিজেপি)
গতবার জয়ী: বিজেপি
-----------
২৬) তমলুক
এগিয়ে: অভিজিত গঙ্গোপাধ্যায় (বিজেপি)।
পিছিয়ে: দেবাংশু ভট্টাচার্য (তৃণমূল)
গতবার জয়ী: তৃণমূল
-----------
২৭) কাঁথি
এগিয়ে: দিব্যেন্দু অধিকারী (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
-----------
২৮) ঘাটাল
জয়ী: দেব (তৃণমূল)
পরাজিত: হিরণ (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
-------
২৯) মেদিনীপুর
এগিয়ে: জুন মালিয়া (তৃণমূল)
পিছিয়ে: অগ্নিমিত্রা পল (বিজেপি)
গতবার জয়ী: বিজেপি
--------
৩০) ঝাড়গ্রাম (এসটি)
জয়ী: কালীপদ সোরেন (তৃণমূল)
পরাজিত: প্রণিত টুডু (বিজেপি)
গতবার জয়ী: বিজেপি
------------
৩১) বাঁকুড়া
জয়ী: অরূপ চক্রবর্তী (তৃণমূল)
পরাজিত কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
গতবার জয়ী: বিজেপি
----------
৩২) পুরুলিয়া
এগিয়ে: জ্যোর্তিময় সিং মাহাতো (বিজেপি)
মার্জিন- সাড়ে ১৮ হাজার
দ্বিতীয়- শান্তিরাম মাহাতো (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
---------
৩৩) বিষ্ণুপুর (এসসি)
এগিয়ে: সৌমিত্র খাঁ (বিজেপি)
মার্জিন- সাড়ে ৬ হাজার
দ্বিতীয় সুজাতা মণ্ডল (তৃণমূল)
গতবার জয়ী: বিজেপি
----------
৩৪) কলকাতা উত্তর
জয়ী: সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
পরাজিত: তাপস রায় (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
---------
৩৫) কলকাতা দক্ষিণ
জয়ী: মালা রায় (তৃণমূল)।
মার্জিন- ১ লক্ষ ৮৬ হাজারের বেশী ভোটে
দ্বিতীয়- দেবশ্রী চৌধুরী (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
---------
৩৬) যাদবপুর
জয়ী: সায়নী ঘোষ (তৃণমূল)
দ্বিতীয়- অনির্বাণ গঙ্গোপাধ্যায় (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
------------
৩৭) ডায়মন্ড হারবার
জয়ী: অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
গতবার জয়ী:তৃণমূল
--------------
৩৮) দমদম
এগিয়ে:সৌগত রায় (তৃণমূল)
মার্জিন-৬৭ হাজার
দ্বিতীয়- শীলভদ্র দত্ত (বিজেপি)
তৃতীয়- সুজন চক্রবর্তী (সিপিএম)
গতবার জয়ী: তৃণমূল
------------
৩৯) বারাসত
জয়ী: কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল)
দ্বিতীয়-স্বপন মজুমদার (বিজেপি)
ব্যবধান-১ লক্ষ ১৪ হাজার ১৮৯
গতবার জয়ী: তৃণমূল
----------
৪০) বসিরহাট
জয়ী: হাজি নুরুল ইসলাম (তৃণমূল)
দ্বিতীয়-রেখা পাত্র (বিজেপি)
গতবার জয়ী: তৃণমূল
------------
৪১) জয়নগর (এসসি)
জয়ী: প্রতিমা মণ্ডল (তৃণমূল)
গতবার জয়ী: তৃণমূল
------------
৪২) মথুরাপুর (এসসি)
জয়ী: বাপি হালদার (তৃণমূল)
গতবার জয়ী: তৃণমূল