Adhir Ranjan Chowdhury, Yusuf Pathan (Photo Credit: Twitter/Instagram)

কলকাতা, ৪ জুন: বহরমপুর হাতছাড়া হচ্ছে অধীর চৌধুরীর। ২৫ বছর একটানা জয়ের পর বহরমপুর থেকে হারছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুরে এবার তৃণমূল কংগ্রেস দাঁড় করায় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। গুজরাট থেকে বাংলায় এনে বহরমপুরে ইউসুফ পাঠানকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। এবার সেই ইউসুফ পাঠানের কাছেই বহরমপুরে পরাজিত হচ্ছেন ভারতবর্ষের অন্যতম তুখোড় রাজনীতিবিদ অধীর চৌধুরী। যা প্রদেশ কংগ্রেসের কাছে এবার বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে কৃষ্ণনগর নিয়ে প্রথম ধোঁয়াশা দেখা দিলেও, শেষ পর্যন্ত  জিতলেন মহুয়া মৈত্র। বিজেপির অমৃতা রায়কে পরাস্ত করে কৃষ্ণনগর থেকে ফের নির্বাচিত হলেন মহুয়া মৈত্র। যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষও এগিয়ে যাচ্ছেন তরতরিয়ে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জয়ে কার্যত রেকর্ড করতে চলেছেন। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে ৬ লক্ষের বেশি ভোটে এগিয়ে।