আগামী ২২ জানুয়ারী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যেই ২২ শে জানুয়ারী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে।
সেই মিছিল নিয়ে আপত্তি জানাতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) দারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারী। এই মর্মে তিনি একটি পিটিশন জমা দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন ২২ জানুয়ারী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে বাংলায় তৃণমূলের মিছিল যেন বাতিল করা হয়। কেননা অতীতে উৎসবের দিনে হিংসার উদাহারন রয়েছে এই বাংলায়।
বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ পিটিশনটি গ্রহন করেছেন। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
Leader of Opposition (LoP) in #WestBengal Assembly, #SuvenduAdhikari approached #CalcuttaHighCourt seeking a postponement of a #TrinamoolCongress rally on January 22.
In his petition, Adhikari also sought intervention of High Court for deployment of armed forces personnel across… pic.twitter.com/njhnNjBEaQ
— IANS (@ians_india) January 17, 2024