রাজ্যে জোরকদমে চলছে এসআইআরের (SIR) কাজ। ইতিমধ্যেই ৭ কোটির বেশি ফর্ম বিলি হয়েছে। তবে বিরোধীদের অভিযোগের শেষ নেই। কখনও বিএলও-দের নিয়ে অভিযোগ, কখনও আবার ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুলছে বিজেপি। এবার এই নিয়ে অভিযোগ সংক্রা্ন্ত রাজ্য নির্বাচন কমিশনের সিইও দফতরে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিপুল নথি জমা দিয়ে শুভেন্দু দাবি করেছেন, ভোটার তালিকায় ১৩ লক্ষ ২৫ হাজার ডবল এন্ট্রি রয়েছে। এদের মধ্যে অধিকাংশই মৃত ভোটার বলে অভিযোগও করেছেন তিনি।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, শুভেন্দু অধিকারী বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মৃত মানুষের নাম সংশোধন ও তাঁদের নামে ডবল এন্ট্রি রয়েছে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। আর নাম সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশনের, রাজ্য সরকারের নয়। তাই এই নিয়ে তৃণমূলকে দায়ী করা ভিত্তিহীন।
কুণাল আরও বলেন, দিল্লি, মহারাষ্ট্রে ভুয়ো ভোটার নিয়ে প্রতিবাদ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। এদিকে এখনও পর্যন্ত কোনও অনুপ্রবেশকারীদের মধ্যে কেউ ভুয়ো ভোটার রয়েছে কিনা সেই প্রমাণ বিজেপি করতে পারেনি। তাই শুভেন্দু অধিকারী এখন এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে।