Kolkata Maa Durga Drone Show: পুজোর (Durga Puja 2025) আবহে ড্রোনে ঢাকল কলকাতার আকাশ। সোশ্যাল মিডিয়ায় চিনের আকাশে যে ধরনের তাক লাগানো ড্রোন শো দেখে আমরা অভ্যস্ত, তেমন ধরনের এক ড্রোন শো হল কলকাতার আকাশে (Biggest drone show in Kolkata)। দেবীপক্ষে ঢুকে ড্রোন শো-য়ের মাধ্যমে দেবী দুর্গাকে স্বাগত জানাল 'সিটি অফ জয়'। ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে দুর্গাপুজোকে তুলে ধরতেই আয়োজন করা হচ্ছে এই ড্রোন প্রদর্শনী (Drone Show)। মহালয়ার আবহের মধ্যেই আকাশে ভেসে উঠল মা দুর্গার মুখ, সিংহ আর সঙ্গে লেখা 'Happy Durga Puja'। পার্ক সার্কাস ময়দানে আয়োজিত এই বিশেষ ড্রোন শো মা দুর্গার আগমনকে আরও রঙীন করে তুলল।
পার্ক সার্কাস ময়দানে পুজো স্পেশাল ড্রোন শো
মধ্য কলকাতার পার্ক সার্কাস ময়দানে হয়ে গেল এমনই এক তাক লাগানো ড্রোন শো। হাজার হাজার ড্রোনের মাধ্যমে দুর্গা মায়ের ছবি ভেসে উঠল। ঢাকের কাঠি হাতে ঢাকি ঢাক বাজানোর ড্রোন ছবিতে পুজোর মুড সেট হয়ে গেল। এক মহিলার হাতে ধুনচি নাচ থেকে মায়ের পায়ের ছাপের আলপনার ছবিও অনবদ্য কায়দায় এই ড্রোন শোয়ে ধরা পড়ল। ড্রোন শোয়ে সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছাও জানানো হল। কলকাতার ড্রোন শো-র ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দেখুন শহরের আকাশে পুজো স্পেশাল ড্রোন শো
The biggest drone show was held today at Park circus Maidan Kolkata to commemorate the arrival of Maa Durga.
বলো দুর্গা মায়ের জয়।। pic.twitter.com/qNVwn309BK
— Sourav || সৌরভ (@Sourav_3294) September 22, 2025
দেখুন ড্রোন শো-র ভিডিও
Kolkata’s Night Sky was Lit up today with the Biggest Durga Puja Drone Show at Park Circus Maidan ♥️🌸
Maa Durga arriving in Style, Etched in Lights above The City of Joy! 🚁🌌 pic.twitter.com/aTskz3gtx8
— নক্ষত্র | Nakshatra ❁ (@BombagorerRaja) September 22, 2025
এর আগেও পুজোয় এমন ড্রোন শো হয়েছে
এর আগে ২০২৩ সালে বিজয়া দশমীর রাতে পার্ক সার্কাস ময়দানে আকাশ জুড়ে ভেসেছিল ৬০০ ড্রোনের ঝলকানি। আয়োজন করেছিল উদ্দীপনী, সঙ্গে ছিল আইআইটি দিল্লি-ভিত্তিক টেক স্টার্ট-আপ বোটল্যাব ডায়নামেক্সি (BotLab Dynamics)। সেই অনুষ্ঠানই পূর্ব ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন ইলুমিনেশন শো হিসেবে রেকর্ড গড়ে। এটি ছিল পূর্ব ভারতের সবচেয়ে বড় ড্রোন শো, প্রায় ১ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল সেই আয়োজন। এরপর থেকে প্রতি বছর দুর্গাপুজোয় পার্ক সার্কাস ময়দানেই ড্রোন শো আয়োজন করা হচ্ছে। আকাশে ফুটে উঠছে মা দুর্গার মুখ, সিংহ, দেবদেবীর প্রতীক আর শুভেচ্ছাবার্তা। যা শুধু কলকাতাবাসীকেই নয়, নেটিজেনদেরও মুগ্ধ করছে।