কলকাতা, ২ মে: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ( CV Ananda Bose) বিরুদ্ধে 'শ্লীলতাহানির' অভিযোগ দায়ের করলেন এক মহিলা। বৃহস্পতিবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজভবনে অস্থায়ীভাবে কর্মরত এক মহিলা। ওই মহিলা হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর। রাজ্যপাল তাঁকে বিভিন্ন ধরনের কুইঙ্গিত করতেন বলে অভিযোগ। এরপর রাজ্যপালের চেম্বারে গেলে, সেখানে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন রাজভবনে অস্থায়ীভাবে কর্মরত ওই মহিলা কর্মী। একবার নয়, পরপর ২বার রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগকারিনী তাঁর বয়ানে পুলিশকে জানান।
দেখুন ট্যুইট...
A lady working with Kolkata's Raj Bhavan has levelled allegations of harassment against West Bengal Governor Dr. CV Ananda Bose.
She has also filed a complaint with Hare Street Police Station. pic.twitter.com/u0DX0eGc3i
— Mahua Moitra Fans (@MahuaMoitraFans) May 2, 2024
প্রসঙ্গত বৃহস্পতি রাতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কলকাতায় হাজির হওয়ার আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহনির অভিযোগ ওঠায় জোর চর্চা শুরু হয়েছে।