কলকাতা, ২৫ অক্টোবর: Kolkata Rains Update: দূর্গাপুজোর মত কালীপুজোর আগেও সেই বৃষ্টি। তিনদিন ধরে টানা বৃষ্টির শহরে আজ সকাল থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি। অক্টোবরের শেষেও বৃষ্টির বিরাম নেই। আজ, শুক্রবার সকালে বৃষ্টি দেখেই ঘুম ভাঙল শহরবাসীর। নিম্নচাপের জেরে চলা বৃষ্টিতে নাজেহাল কলকাতা। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আজও সাারদিন বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জল জমার খবরও আসছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও বৃষ্টি হচ্ছে।
তবে দীপাবলীর উৎসবের আগে মনখারাপের বৃষ্টির মাঝে সুখবর কালীপুজোয় ঝকঝকে আকাশ থাকতে চলেছে। নিম্নচাপ কাল, শনিবার থেকেই কেটে যেতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ ঝাড়খন্ডের দিকে সরে যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আরও পড়ুন-সারদা তদন্তের জেরায় সিজিও কমপ্লেক্সে শোভন-বৈশাখী
এর প্রভাবেই আজ, শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কমে যাবে এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তর বঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। গতকাল, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয় জেলাগুলিতে। কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাগুলিতে। কয়েক পশলা ভারী বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।