400 kg ganja (Photo: IANS)

কলকাতা, ৫ মার্চ: আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের (Interstate Ganja Trafficking) ৬ সদস্যকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) কলকাতা শাখা। হাওড়ায় (Howrah) ৬ নম্বর জাতীয় সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ২৪ লাখ টাকা মূল্যের ৪০০ কেজি গাঁজা (Ganja) উদ্ধার করা হয়েছে। এনসিবি-র এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, গাঁজা সরবরাহে ব্যবহৃত দুটি গাড়িও তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি বলেন, "ধৃতরা আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের অংশ। তাদের গ্রেফতারের মাধ্যমে আমরা পুরো নেটওয়ার্কটি ভেঙে দিয়েছি। তারা ওডিশা থেকে পশ্চিমবঙ্গে গাঁজা পাচারের কাজ করছিল। সবজির ভিতরে গাঁজা লুকিয়ে চালান করছিল।" ওই কর্তা জানান, প্রায় এক সপ্তাহ আগে অভিযুক্তদের সম্পর্কে নতুন তথ্য পায় এনসিবি।অভিযুক্তদের হাতেনাতে ধরতে এনসিবি-র শীর্ষ আধিকারিকদের একটি দল গঠন করা হয়েছিল। ওই দলটি ফাঁদ পেতে বসেছিল। আর তাতেই ধরা পড়ে অভিযুক্তরা। আরও পড়ুন: Russia-Ukraine War: চিন্তা হচ্ছে, পড়ুয়াদের শিগগিরই উদ্ধার করা হোক, ইউক্রেনে আটকে পড়াদের নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী

অভিযুক্তদের আজ আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।