কলকাতা, ১ মার্চ: কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কলকাতা বিমানবন্দরে নেমে রাজারহাটে (Rajarhat) নতুন এনএসজি (National Security Guard) ভবনের উদ্বোধন করেন অমিত শাহ। অমিত শাহের সফর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা।
বিমানবন্দরের এক নম্বর গেট থেকে পার্ক সার্কাস, যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। ঘটনাস্থানে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কা করছে পুলিশ-প্রশাসন। সিপিএম, কংগ্রেস, নকশাল-সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন অমিতকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছে। যাদবপুরের সন্তোষপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেন বামেরা। এ দিন সকালে সন্তোষপুর থেকে শুরু করে যাদবপুর পর্যন্ত চলে এই মিছিল। দেখানো হয় কালো পতাকাও। এয়ারপোর্টের ১ নম্বর গেটের কাছেও চলে বিক্ষোভ। দেখানো হয় কালো পতাকা। কৈখালি থেকে শ্যামবাজারেও বিক্ষোভ চলে। আরও পড়ুন: Leave India Notice Served To Polish Student Of Jadavpur University: CAA বিরোধী সভায় যাওয়ার জের, যাদবপুরের ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশ
Kolkata: Members of Students' Federation of India and Left parties demonstrate near the airport against the visit of Union Home Minister Amit Shah to the city today. pic.twitter.com/5terswIFlX
— ANI (@ANI) March 1, 2020
বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, "নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে স্বাগত নন।" পালটা বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, "বামেদের সঙ্গে নেই মানুষ। আমরা এই বিক্ষোভকে গুরুত্ব দিচ্ছি না। মানুষ আমাদের সঙ্গে রয়েছে।"