
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ তাঁর অন্যান্য জুনিয়রদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাই কোর্ট। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম, সুদীপ্ত দাসগুপ্ত সহ অন্যান্য আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভ ও আইনজীবীদের হেনস্থার ঘটনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ মোট আট জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্টের তিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের বিশেষ বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ ২ মে তাদেরকে ১৫ দিনের মধ্যে আদালতে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেয়।কিন্তু আজকে মামলার শুনানিতে দেখা যায় কুনাল ঘোষ তিনি আদালতে হাজির হয়েছেন।তার তরফে আইনজীবী হলফনামা দিতে দুদিন সময় চান।কিন্তু বাকিদের তরফে একজন আইনজীবী এদিন আদালতে হাজির ছিলেন।কিন্তু তারা কেউ হলফনামা জমা দেননি।তারপরই ক্ষুব্ধ তিন বিচারপতির বেঞ্চ নির্দেশে জানায় আট জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হল।আগামী ১৬ জুন তাদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের বক্তব্য জানাতে হবে।
গত ২৫ এপ্রিল আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ৮ জন অভিযুক্তের নামের উল্লেখ করা হয়। তারা হলেন
রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপনকুমার মন্ডল, চন্দন মৃদ্দা, শিবানী কুইট্টি, সঞ্জয় বৈরাগী এবং তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘটনায় ইন্ধন জুগিয়েছেন। আদালত জানিয়েছে ১৬ জুন তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ ৮ জনকে এজলাসে সশরীরে হাজিরা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে।
কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ ২ মে অভিযুক্তদের ১৫ দিনের মধ্যে আদালতে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছিল।আজ কুণাল ঘোষ আদালতে এজলাসেই ছিলেন । তিনি হাতজোর করে বিচারপতিদের উদ্দেশ্যে বলেন, 'আমি কিছু বলতে চাই।' যদিও বৃহত্তর বেঞ্চ তাঁর বক্তব্য শোনেনি। কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য সোমবার বলেন, ''ঘটনার সময় তাঁর মক্কেল উপস্থিত ছিলেন না। তাই তাঁকে উত্তর দেওয়ার জন্য একটু সময় দেওয়া হোক।'' এরপরই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী ভট্টাচার্য বলেন, ''আদালত কুণাল ঘোষকে জেলে পাঠাচ্ছে না এখনই। তবে আদালত অবমাননার 'রুলে'র উত্তর দিতেই হবে তাঁকে।''
বাকিদের তরফে একজন আইনজীবী এদিন আদালতে হাজির ছিলেন।কিন্তু তারা কেউ হলফনামা জমা দেননি।তারপরই ক্ষুব্ধ তিন বিচারপতির বেঞ্চ নির্দেশে জানায় আট জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হল।আগামী ১৬ জুন তাদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের বক্তব্য জানাতে হবে।