প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কলকাতা শহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬ জন নাগরিকের মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল দুটি সংগঠন। এদিন প্রাকৃতিক দুর্যোগের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সহ সিনিয়র বিচারপতিদের কেউই যেহেতু এজলাসে বসেননি, তাই প্রধান বিচারপতির দপ্তরে চিঠি দিয়ে সেটিকে মামলার নথি হিসেবে গ্রহণ করার আবেদন করেছে সেভ ডেমোক্রেসি (Save Democracy) ও অল ইন্ডিয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশন হাইকোর্ট শাখা (All India Lawyers Association High Court Branch)। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে ওই চিঠিতে হাইকোর্টের কাছে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সংগঠন দুটির বক্তব্য, অতীতেও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা শহরে ঘটেছে। কিন্তু তারপরেও বিদ্যুৎ বণ্টন সংস্থা, পুরসভা, পুলিশ, প্রশাসন যে সেই ঘটনা থেকে শিক্ষা নেয় নি, এদিনের এতগুলি মানুষের বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু তার প্রমাণ। তাই জনস্বার্থ মামলা হিসেবে চিঠিটি গ্রহণ করে পদক্ষেপের আবেদন করা হয়েছে হাইকোর্টের কাছে।