কলকাতা, ২৩ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টিতে ভাসছে সহর কলকাতা (Kolkata Heavy Rainfall)। একটানা ৩ ঘণ্টা ধরে বৃষ্টির জেরে কলকাতা শহর জলমগ্ন। রাস্তায় যেমন জলের স্রোত বইছে, তেমনি গাড়ির ছাদে উঠলেও আপনি নিজেকে শুকনো রাখতে পারবেন না। নীচু এলাকার একাধিক বাড়িঘরে যেমন জল জমতে শুরু করেছে, তেমনি গঙ্গার জলও শহরে ঢুকতে শুরু করেছে। ফলে মঙ্গলবার যাতে বাড়ির বাইরে কেউ না বেরোন, সেই আবেদন জানানো হয় মেয়র ফিরহাদ হাকিমের তরফে।
কলকাতা (Kolkata Rain) শহর যখন জলে ভাসছে, সেই সময় ৫ থেকে ৭ জনের মৃত্যুর খবর মিলছে। বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর,গরিয়াহাট, ইকবালপুর, বেহালা এবং হরিদেবপুর থেকে মৃত্যুর খবর মেলে। মধ্য এবং দক্ষিণ কলকাতা জলে জলাকার। আর এই মধ্য এবং দক্ষিণ কলকাতা থেকেই পরপর মৃত্যুর খবর পাওয়া যায়। যে কজনের মৃত্য়ুর খবর মেলে, তার মধ্যে ৩ জনের প্রাণ গিয়েছে বিদ্যুতের সংস্পর্শে এসে। অর্থাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার কলাকাতায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়।
দুর্গা পুজোর (Durga Puja 2025) ৪ দিন আগে শহর কলকাতা যখন জলে ভাসছে, সেই সময় ট্রেন এবং মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। মেট্রোর পথ যেমন বন্ধ হয়েছে, তেমনি ট্রেনও চলছে না। নীচু এলাকার বহু বাড়িতে যেমন জল ঢুকে গিয়েছে তেমনি রাস্তাঘাটে ভেসে বেড়াচ্ছে গাড়ি।
দেখুন কলকাতার কী পরিস্থিতি দুর্গা পুজোর আগে...
কলকাতা পুরসভার রিপোর্ট অনুযায়ী, গড়িয়া কামদাহাড়িতে ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা রেকর্ড। যোধপুর পার্কে হয়েছে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তপসিয়াতে হয়েছে ২৭৫ মিলিমিটার বৃষ্টি। বালিগঞ্জে হয়েছে ২৬৫ মিলিমিটার বৃষ্টি।
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরেই মুষলধারে বৃষ্টির আঁচড়ে ক্ষতবিক্ষত কলকাতা শহর। তবে বিপদ এখানেই শেষ হয়নি। আগামী কয়েক ঘণ্টা ধরে কলকাতা শহর জুড়ে ভারি থেকে মাঝারি মাপের বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।