কলকাতা, ২৩ সেপ্টেম্বর: জলে ভাসছে কলকাতা (Kolkata Rain)। একটানা ৩ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা শহর। ফলে পুজোর মুখে কার্যত বানভাসী (Flooded Kolkata Street) অবস্থা কলকাতার। কলকাতা শহরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যান চলাচল পুরোপুরি ব্যাহত। বন্ধ মেট্রো (Kolkata Metro Disrupted)। ট্রেন (Train Disrupted) শিয়ালদহ থেকে বনগাঁ লাইনের ট্রেন যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনি মেইন লাইনেও প্রায় একই পরিস্থিতি। পুজোর মুখে যেভাবে কলকাতায় জল জমে গিয়েছে, তাতে উদ্যোক্তাদেরও মাথায় হাত। দুর্গা পুজো (Durga Puja 2025) শুরু হতে যখন আর ৪ দিন বাকি, সেই সময় এই বৃষ্টি যেন স্বয়ং অসুরকে মর্তে নামিয়ে এনেছে বলে মনে করছেন বহু মানুষ।
এসবের মধ্যে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলছে। কালিকাপুর, নেতাজিনগর এবং বেনিয়াপুকুর থেকে সামনে আসে দুর্ঘটনার খবর। প্রচণ্ড বৃষ্টিতে শট সার্কিট হয়ে মৃত্যুর বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ফলে শহরের বেশিরভাগ জাগায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে দুর্ঘটনা এড়াতে।
দেখুন টানা বৃষ্টিতে ভাসছে শহর কলকাতা...
Last night, after 5 hours of continuous rainfall, Kolkata streets are completely waterlogged. Everywhere you look — just water. #KolkataRains #Waterlogging pic.twitter.com/RU6F5FCXBu
— Pankaj (@pretty_yourss) September 23, 2025
রাতভর বৃষ্টিতে কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলি ভাসতে শুরু করেছে। সল্টলেক থেকে হাওড়া, কম বেশি জল জমতে শুরু করেছে প্রায় সর্বত্র। ফলে সপ্তাহের প্রথম দিনে মানুষ অফিসকাছারিতে যেতে পারছেন না। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় মফঃস্বল থেকে যে সমস্ত মানুষ প্রতিদিন কলকাতায় যাতায়াত করেন, তাঁরাও সমস্যায় পড়েছেন। বহু মানুষ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্ল্যাটফর্মে বসে রয়েছেন। তবে ট্রেনের খবর নেই।
পুজোর আগে তাই বহু মানুষ চিন্তায় পড়েছন। পুজোর ছুটি শুরু হওয়ার আগে যেভাবে ট্রেন না আসায়, তাঁদের উপস্থিতির খাতায় কালির দাগ পড়ছে, তা নিয়ে বাড়ছে চিন্তা অনেকেরই।