Kolkata Bazii Bazar (Photo Credit: X@ANI)

কালীপূজা ও দীপাবলির আগে পরিবেশবান্ধব সবুজ বাজি মানুষের পৌঁছে দিতে ১৪ অক্টোবর থেকে শহরের চারটি বাজি বাজার (Bazi Bazar) বসছে। শহিদ মিনার সংলগ্ন মাঠ, উত্তর কলকাতার টালা ময়দান, দক্ষিণ কলকাতার বেহালা এবং ইএম বাইপাস লাগোয়া কালিকাপুর মাঠে ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাজার চলবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এবিষয়ে আলোচনা করতে আজ ব্যবসায়ীদের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে ওই বৈঠকে বাজি বাজারের নিরাপত্তা ও নিয়মাবলী চূড়ান্ত করা হবে। বড়বাজার ফায়ারওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের কর্মাধ্যক্ষ শান্তনু দত্ত বলেন, আনুমানিক ৫০টি দোকান রাখার চেষ্টা চলছে। টালা বাজারের উদ্যোক্তা শুভঙ্কর মান্না জানিয়েছেন, টালাতে ১৪ অক্টোবর থেকে ৪৪টি দোকান বসবে।সমস্ত বাজারগুলোতে কেবল পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে।

এই চারটি বাজার বাদে এবারই প্রথম রাজ্যে বসতে চলেছে সম্পূর্ণ মহিলা পরিচালিত বাজির বাজার, এমনই দাবি বাজি ব‌্যবসায়ীদের সংগঠনের। শুক্রবারই কলকাতার বাজি ব‌্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন কলকাতা পুলিশের কর্তারা।সবুজ বাজি ছাড়া যাতে অন‌্য কোনও আতশবাজি বিক্রি করা না হয়, তা ব‌্যবসায়ীদের জানিয়ে দেবেন পুলিশকর্তারা। বাজির ব‌্যবসায়ীরাও তাঁদের কিছু সমস‌্যার বিষয় পুলিশকর্তাদের জানাবেন বলে জানা গিয়েছে।

এই ব‌্যাপারে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম‌্যান বাবলা রায় জানান, এই বছর কালীপুজো ও দীপাবলির আগে বাজির ব‌্যবসায় নামবেন বাড়ির মেয়ে-বউরাও। মহিলারাই এবার একেবারে আলাদা একটি বাজির বাজার পরিচালনা করবেন। উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীনের মাঠে এই মহিলা পরিচালিত বাজির বাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালীপুজো ও দীপাবলির কয়েকদিন আগে থেকে বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত এই বাজারে কেনাকাটার পরিকল্পনা করা হয়েছে। এখানে প্রত্যেকটি দোকানে নিজেরা দাঁড়িয়ে থেকে বাজি বিক্রি করবেন বাড়ির মেয়ে ও গৃহবধূরা। সম্পূর্ণ আইন মেনে ওই বাজার থেকে শুধু সবুজ আতশবাজি বিক্রি করা হবে।