Shah Rukh Khan (Shah Rukh Khan (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৫ ডিসেম্বর: বৃহস্পতিবার ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF 2022)  হাজির হন শাহরুখ খান (Shah Rukh Khan)।  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ার সুবিধা, অসুবিধা নিয়ে মুখ খোলেন।  শাহরুখ বলেন, সোশ্যাল মিডিয়া দিন দিন মানুষের মনকে আরও সংকীর্ণ করে তুলছে। বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া জুড়ে নেগিটিভিটি ছড়ানো হয়।  যা অনেক সময় সমাজকে নেতিবাচক দিকে নিয়ে চলে।  তবে ?যা-ই হোক না কেন, সব সময় পজিটিভ থাকতে হবে বলে মন্তব্য করেন শাহরুখ খান। তিনি আরও বলেন, গোটা পৃথিবী জুড়ে যা-ই ঘটে যাক না কেন, তাঁদের মত মানুষদের সব সময় পজিটিভ থাকতে হবে।

শুনুন কী বললেন শাহরুখ খান...

 

আরও পড়ুন: Boycott Pathaan Trends: পাঠান নিয়ে প্রবল বিক্ষোভ, ইন্দোরে পুড়ছে শাহরুখ, দীপিকার কুশপুতুল

সবে সবে মুক্তি পেয়েছে শাহরুখ খানের আগামী সিনেমা পাঠানের (Pathaan) গান বেশরম রং (Behsaram Rang)।  বেশরম রংয়ে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রংয়ের বিকিনি পরেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।  শাহরুখ, দীপিকার বেশরম রং নিয়ে তীব্র আপত্তি জানান মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র।  কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকেও বেশরম রংয়ের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।  যা নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।

এরপরই পাঠানের গান বেশরম রংকে বয়কটের ডাক দিয়ে ট্য়ুইটারে সেই বিষয়টি ট্রেন্ড করতে শুরু করে। এসবের মধ্যে এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য করেন শাহরুখ খান।