বেঙ্গালুরু, ২৬ জুন, ২০১৯: হাবিবুর রহমান শেখ। খাগড়াগড় কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত। গত কযেক বছর ধরেই তাঁকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ। ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করা হয়েছিল হাবিবুরের জন্য। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুতে(Bengaluru) অভিযান চালিয়ে জঙ্গিকে গ্রেফতার করেন এনআইএ–র তদন্তকারীরা। আজ তাকে বেঙ্গালুরুর বিশেষ এনআইএ(NIA) আদালতে পেশ করা হবে
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের (Khagragarh)একটি বাড়িতে বিস্ফোরণে ঘটে। IED (ইম্প্রোভাইজ়ড্ এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির সময় দুর্ঘটনায় বিস্ফোরণ ঘটে দু'জনের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হতেই বেরিয়ে পড়ে জঙ্গি ডেরার খোঁজ।আরও পড়ুন, অগ্নিমূল্য সোনা, ৬ বছরে রেকর্ড বৃদ্ধি, ২৪ ক্যারেট সোনার দাম ৩৫০০০ টাকা
জেএমবি (JMB)জঙ্গি সংগঠন যে গোপনে নাশকতার পরিকল্পনা চালাচ্ছিল সেটা প্রকাশ্য এসে পড়ে। তদন্তে নামে এনআইএ। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।