কলকাতা, ২৬জুন, ২০১৯: আষাঢ় এখনও শেষ হয়নি, বিয়ের মরশুম চলছে পুরোদমে। এরই মধ্যে সোনার (Gold) দাম রেকর্ড বাড়ল দেশে। ২৪ ক্যারেট(১০ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ৩৫,০০০ টাকা। ৬ বছরে যা রেকর্ড বৃদ্ধি। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১ জুন রাজ্যে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৩২,৬৮৫ টাকা।
সেখান থেকে তিন সপ্তাহেই তা বেড়েছে ২,৩৯৫ টাকা। অর্থনীতিবিদ্দের দাবি, ইরান–আমেরিকার সম্পর্কের উত্তাপই এই দাম বৃদ্ধির কারণ। এখনও যদিও যুদ্ধ বাঁধেনি দুই দেশের। তবে একে অপরকে চোখ রাঙাতে বিরত থাকছে না। ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের উঁকি মারার ঘটনায় ইরানের পাল্টা হুমকি।আরও পড়ুন, এই গরমে আধঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ করবে রাজ্য, কেন জানেন?
বলিউড ফিল্মের ক্লাইম্যাক্সের মতোই এই মুহূর্তে টানটান উত্তেজনা রয়েছে দুই দেশে। লগ্নিকারীদের মতে দুই দেশের এই যুদ্ধং দেহি মনোভাবের কারণেই সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছে। বিশ্ব বাজারে পাকা সোনার দাম যেহেতু বাড়ছে আর সেই সঙ্গে ডলারের দরও যথেষ্ট চড়া, তাই ভারতেও দাম বাড়ছে সোনার।