Kalna TMC Leader Arrest (Photo Credits: X)

কালনা, ২৮ জুলাইঃ  রাজ্যজুড়ে তৃণমূল নেতা, নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে 'গুন্ডামি'র অভিযোগে সরব বিরোধীরা। আবারও সেই একই চিত্র। পূর্ব বর্ধমানের কালনায় (Kalna) প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলাকে মারধর করার অভিযোগ উঠল কালনায় তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে কালনা থানার পুলিশ গ্রেফতার করেছে।

তৃণমূল নেতার 'দাদাগিরি'র একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা) প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দলবল নিয়ে ওই প্রতিবেশী মহিলার বাড়িতে চড়াও হন গোপাল। মহিলাকে অবাধে থাপ্পড় মারেন। তাঁর পরিবারের লোক বাধা দিতে এলে তাঁদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই আবারও কাঠগড়ায় শাসক দল। রাজ্যজুড়ে চাঞ্চল্য।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, প্রতিবেশী মহিলার সঙ্গে কালনার তৃণমূল সাধারণ সম্পাদক গোপালের অশান্তির সূত্রপাত একটি জমিতে পাঁচিল দেওয়া ঘিরে। আক্রান্ত মহিলা অভিযোগে জানান, তাঁর বাড়ির পাশে একটি জমি রয়েছে। সেই জমিতে পাঁচিল তোলেন অভিযুক্ত গোপাল। কিন্তু পাঁচিল এমনভাবে তোলা হয় যে যাতায়াতে সমস্যায় পড়তে হয় তাঁর পরিবারকে। সেই নিয়েই ঝামেলার শুরু। শুক্রবার মহিলার শাশুড়িকে গোপাল এবং তাঁর শাগরেদরা মারধর করে। শনিবার ফের তাঁদের বাড়িতে চড়াও হয় তাঁরা। মহিলা সহ তাঁর পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন গোপাল। তাঁর দাবি, তাঁর তোলা পাঁচিল ভেঙে দিয়েছিল মহিলার পরিবার। সেই নিয়ে কথা বলতে গেলে উলটে মহিলা এবং বাড়ির সকলে মিলে তাঁর উপর হামলা করে। আত্মরক্ষার জন্যে হাত তুলেছেন তিনিও।