কালীঘাট স্কাইওয়াক (ছবিঃX)

কলকাতাঃ নববর্ষের (Poila Baisakh)  আগেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নবনির্মিত কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk) কিছু ঝলক শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আজ, সোমবার অর্থাৎ বর্ষ বরণের সন্ধ্যাতেই এই স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন মমতা। সোমবার সন্ধ্যা ৭ টায় উদ্বোধন বলে জানা গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির থাকতে পারেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

সপ্তাহের শুরুতে কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রবিবার স্কাইওয়াকের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মমতা লেখেন, "

সতীর ৫১ পীঠের মধ্যে একটি কালীঘাট। এই মন্দিরে আমার অনেক স্মৃতি রয়েছে। ছেলেবেলা থেকে মায়ের হাত ধরে মন্দিরে আসতাম পুজো দিতে। সেই অভ্যাস রয়ে গিয়েছে। আজ এই মন্দিরে আসার জন্য জনগনকে একটি স্কাইওয়াক গড়ে দিতে পেরে খুব খুশি আমি। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক ভক্তদের কথা মাথায় রেখেই এই স্কাইওয়াক বানানো। অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত এই স্কাইওয়াক মেট্রো এবং প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত। মা কালীকে জানাই প্রণাম। কালী মা যেন আমাদের সঙ্গে থাকেন।" প্রসঙ্গত, ক্ষমতায় এসে প্রথম দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেন মমতা। সেই স্কাইওয়াক উদ্বোধনের দিনই কালীঘাট স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। এরপরই কালীঘাট স্কাইওয়াক তৈরির জন্য বারদ্দ হয় ১২৫ কোটি টাকা। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত বিস্তৃত স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়। এই স্কাইওয়াক তৈরির কাজ চলে ২০২১ সাল পর্যন্ত।

বর্ষ বরণের সন্ধ্যায় কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করবেন মমতা