Kali Puja 2025: কালীপুজোয় মেতে উঠেছে গোটা রাজ্য। কলকাতা থেকে বীরভূম, বারাসত থেকে নৈহাটি, সর্বত্র কালীপুজোর পর্ব শুরু হয়ে গিয়েছে। আতসবাজির রঙীন আলোয় এখন শহর কলকাতা থেকে গোটা রাজ্যে রঙীন। রাস্তা থেকে বাড়ি সব জায়গায় একন আলোর জোয়ার। গোটা বাংলা উতসবে মুখরিত। আর এরই মাঝে কালীপুজোয় বঙ্গবাসীর সঙ্গে মেতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। নিজের ঘরেই কালীপুজো করেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই এই দিনটিতে মা কালীর আরাধনায় ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী নিজে। পুজোর আচার-অনুষ্ঠানের তদারকি থেকে অতিথিদের অভ্যর্থনা, সবই করেন নিজের হাতে। এ দিনও পুজোর কাজকর্মে ব্যস্ত দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কালীপুজোয় সোমবার সন্ধ্যায় পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ডায়মন্ড হারবারের নিজের মেয়েকেও নিয়ে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে।
নিজের বাড়ির কালীপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
Amid the luminous spirit of Kali Pujo, Smt. @MamataOfficial immersed herself in the sacred worship of Maa Kali, offering prayers for the strength, happiness, and well-being of the people of Bengal.
May the divine light dispel darkness, inspire courage, and nurture hope in every… pic.twitter.com/R7O2c2Yond
— All India Trinamool Congress (@AITCofficial) October 20, 2025
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির পুজো
Kali Puja at the Kalighat residence of West Bengal CM Hon’ble @MamataOfficial didi. @AITCofficial Nat’l Gen Secy & MP Shri @abhishekaitc sought the divine blessings of Maa Kali. pic.twitter.com/9Xi7AEryEE
— Dipankar Kumar Das (@titu_dipankar) October 20, 2025
নিজের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা
অভিষেকের পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির ছিলেন। তবে দলমত নির্বিশেষ মুখ্যমন্ত্রীর বাড়িত এদিন কালীপুজোয় সামিল হন সবাই। তাই মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে আজ বিশেষ নজরদারি থাকে। মুখ্যমন্ত্রী বাড়ির টিক উল্টোদিকেই কালীঘাটে পুজোয় এবার রেকর্ড ভিড় দেখা যাচ্ছে।
লেক কালীবাড়িতে পুজো দিলেন তৃণমূলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
AITC Nat’l Gen Secy & MP Shri @abhishekaitc in Lake Kalibari to offer Puja on the occasion of Kali Pujo/Diwali.@AITCofficial pic.twitter.com/6LmRTyE8Re
— Akbar sekh (@akbarsekhaitc) October 20, 2025
কালীপুজোয় সামিল অভিষেক বন্দ্য়োপাধ্যায়
কালীপুজো উপলক্ষে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির ছিলেন একাধিক বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্বও। আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় পূজার মূলপর্ব। এদিকে, এদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বেশ কিছু সময় চোখ বন্ধ করে পুজো করতে দেখা যায় তৃণমূলের অঘোষিত নম্বর টু-কে।