যেমন তাঁরা আন্দোলনে রয়েছেন, তেমনই চালিয়ে যাচ্ছেন মানুষের সেবা। বৃষ্টিমুখর শুক্রবারেও স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুুনিয়র চিকিৎসকেরা। তার পাশাপাশি ক্লিনিকাল ক্যাম্পের শুরু হল আজ থেকেই। জানা যাচ্ছে, অভয়া ক্লিনিক (Abhaya Clinic) নামে এই ক্যাম্পে প্রেসার মাপা, সুগার পরীক্ষা ইত্যাদি সবই করছে চিকিৎসকেরা। সেই সঙ্গে রোগীদের দেওয়া হচ্ছে বিনা পয়সায় ওষুধও। প্রতিবাদী এক চিকিৎসক জানিয়েছেন, আন্দোলনের পাশাপাশি রোগীদের সেবাও করা হচ্ছে এখানে। এই মুহূর্তে ইসিজির ব্যবস্থা নেই। তবে প্রেসার ও সুগার মাপার কাজ চলছে। আগামী দিনে এখানে ইসিজি মেশিনও আনা হবে।

প্রসঙ্গত, গতকাল পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল চিকিৎসকদের। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সব দাবি না মানায় বৈঠকে যোগ দেননি চিকিৎসকদের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীকে কার্যত ২ ঘন্টা সভাঘরে অপেক্ষাও করে থাকতে হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, এই আন্দোলনের জন্য ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। অনেকেরই বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে বলে অভিযোগও তোলেন তিনি।

আর তার এই মন্তব্যের পরেরদিন প্রতিবাদ মঞ্চের সামনে অভয়া ক্লিনিক নামে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র খুলে ফেলেন জুনিয়র চিকিৎসকেরা। যদিও আগেও জুনিয়র চিকিৎসকেরা দাবি করেছিলেন যে তাঁদের এই প্রতিবাদের কারণে কোনও চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে না।