জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবন অভিযান (ছবিঃPTI)

কলকাতাঃ সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা(Junior Doctors)। মোট পাঁচ দফা দাবি সামনে রেখে মঙ্গলবার স্বাস্থ্যভবনের(West Bengal Health Department) সামনে অবস্থান করেছেন তাঁরা। সুপ্রিম-আর্জি মানেনি তাঁরা। মঙ্গলবার বিকেল ৫ টা অর্থাৎ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও কাজে ফেরেননি তাঁরা। তাঁদের দাবি না মানা হলে এ আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের তরফে। ই-মেল মারফত নবান্নে ডেকে পাঠানো হলেও সেই ডাকে সাড়া দেননি জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবনের সামনেই রাতভর অবস্থান করে চলেছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ। মাথার ত্রিপল, পানীয় জল, খাবার দাবারের ব্যবস্থা করেছেন সাধারণ মানুষ। মধ্যরাতে যখন স্বাভাবিকভাবেই ঘুমাচ্ছে গোটা শহর, তখন রাজপথে নেমেছেন এই জুনিয়র চিকিৎসকেরা। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে মাঝে। তবে সেই বৃষ্টি জুনিয়র ডাক্তারদের দমাতে পারেনি। মাথায় ছাতা, ত্রিপল দিয়ে কেউ-কেউ আবার ভিজে-ভিজেও এক স্বরে গলা মিলিয়েছেন। রাত পেরিয়ে ভোর, এখনও স্বাস্থ্যভবনের সামনেই অবস্থান করছেন তাঁরা।

স্বাস্থ্যভবন ঘিরে সারারাত চলল জুনিয়র ডাক্তারদের অবস্থান