পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবারেই জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) ডাকে ন্যায় বিচার যাত্রা হল শহর কলকাতায়। এসপ্ল্যানেড থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত চলবে এই যাত্রা। এই মিছিলে চিকিৎসকদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দা। পোস্টার, ব্যানারের মাধ্যমে ন্যায় বিচারের দাবি তোলেন আন্দোলনরত চিকিৎসকেরা। যদিও এই ন্যায়বিচার যাত্রা না করা এবং অনশন তোলার জন্য সকালেই অনশনমঞ্চে যান মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব। এমনকী ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনকে ফিরিয়ে দিয়েই এদিন ন্যায়বিচার যাত্রা করেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, আগামী সোমবার নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। যদিও এই বৈঠকে বসার আগেই চিকিৎসকেরা সাফ জানিয়ে দিয়েছে যে ১০ দফা দাবি মেনে নিলে তবে তাঁরা অনশন তুলবেন। নাহলে এই অনশন চালিয়ে যাবেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রী এদিন একাধিকবার চিকিৎসকদের আন্দোলন তুলে নিয়ে কাজে ফেরার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরাও বদ্ধ পরিকর দাবির পক্ষে।