স্বাস্থ্যভবন অভিযান (ছবিঃANI)

কলকাতাঃ কালীঘাটেও (Kalighat) কাটেনি জট। শনিবার দিনভর চলেছে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তার(Junior Doctors) তরজা। হয়নি সুরাহা। এখনও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। গতকাল রাতে মুখ্যমন্ত্রীর(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কালীঘাটের বাড়ি থেকে ফের স্বাস্থ্যভবনের(Swasthya Bhawan) সামনে অবস্থান মঞ্চে ফিরেছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। চোয়াল চাপা জেদ নিয়ে আরও একটি রাত জাগল জুনিয়র ডাক্তাররা। গানে-স্লোগানে ভরে উঠল রাজপথ। তাঁদের সঙ্গ দিলেন বহু সাধারণ মানুষ। এই নিয়ে টানা পাঁচদিন স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসেছেন তাঁরা। রোদ, ঝড়-বৃষ্টি তাঁদের দমাতে পারেনি এক ফোঁটাও। প্রসঙ্গত, শনিবার সকালে স্বাস্থ্যভবনের ধর্না মঞ্চে গিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। তবে এদিন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বড়দিদি হিসেবে তাঁদের বোঝান তৃণমূল সুপ্রিমো। তাঁদের দাবিদাওয়া মেটানোর আশ্বাস দেন তিনি। সেই সঙ্গেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান। তবে তাতে কাজ হয়নি। শনিবার বিকেলে ফের মেইল চালাচালির পর বৈঠকের জন্য কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকে পাঠানো হয় জুনিয়র চিকিৎসকদের। সময়মতো সেখানে পৌঁছলেও লাইভ সম্প্রচারের দাবিতে ভেস্তে যায় এদিনের বৈঠক।

#WATCH | RG Kar Medical College & Hospital rape-murder incident | Junior doctors continue their protest for the fifth consecutive night at Swasthya Bhawan, in the Salt Lake area of West Bengal's Kolkata. pic.twitter.com/m3AtnhtkCY