আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিহত তরুণী চিকিৎসকের আজ জন্মদিন। অন্য বছরগুলিতে এই বিশেষ দিনে ঘরে থাকত খুশির মেজাজ। বাড়ির একটি মেয়ের জন্মদিন বলে কথা। কিন্তু এইবছরে নির্যাতিতার বাবা-মা কাটাচ্ছেন নিসঙ্গতায়। আগে থেকেই আজ তাঁদের একমাত্র মেয়ের জন্য সুবিচারের দাবিতে প্রতিবাদীদের পথে নামার আহ্বান জানিয়েছিলেন তাঁরা। সেই মতো রাজ্যের একাধিক প্রান্তে বেরিয়েছে প্রতিবাদ মিছিল। শিলিগুড়ি থেকে সোদপুর এবং কলকাতার রাস্তাতেও মানুষের ঢল দেখা গিয়েছে চোখে পড়ার মতো।

শহর কলকাতায় মৌন প্রতিবাদ মিছিল

এদিন দুপুর ৩টে থেকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত একটি মৌন মিছিল শুরু হয়েছে। যেখানে জুনিয়র, সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি যোগ দিয়েছিলেন সাধারণ নাগরিকও। মিছিলের ডাক দেয় অভয়া মঞ্চ। অন্যদিকে এই দিনে সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে কিছুটা দূরেই একটি অভয়া ক্লিনিক নামে স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করেন আরজি করের প্রতিবাদী চিকিৎসকরা। যেখানে উপস্থিত ছিলেন অভয়ার বাবা-মাও।

দেখুন ভিডিয়ো

অভিশপ্ত ৯ অগাস্ট

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের একটি সেমিনার রুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক তরুণী জুনিয়র চিকিৎসকের নিথর দেহ। এই দেহ উদ্ধারের পর এই ঘটনায় গ্রেফতার হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। সম্প্রতি এই মামলার রায় দেয় শিয়ালদহ আদালত। যেখানে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।