প্রতীকী ছবি (Photo Credit: X)

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ( Enforcement Directorate)আজ ভোর থেকে ছয় জায়গায় তল্লাশী চালাচ্ছে।সল্টলেক,নাগের বাজার,কাকুড় গাছি,লেকটাউন এলাকায় তল্লাশী চলছে বলে জানা গেছে। সল্ট লেকের বিসি ব্লকের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, দক্ষিন দমদম পুরসভার, ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ছাড়াও প্রভাবশালী অনেকের ঠিকানাতেই শুক্রবার অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা।

সূত্রের খবর,  ১২০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপি মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংশ্লিষ্ট মামলায় একটি গয়নার সংস্থার ম্যানেজার, কর্মী-সহ হিসাবরক্ষক (চার্টার্ড অ্যাকাউন্টেন্ট)-এর বাড়িতে চলছে ইডি-র হানা। গিরিশ পার্ক থানার অন্তর্গত চার্টাড একাউন্টেট বিশাল পাতোদিয়ার বাড়িতে ইডির অফিসাররা আজ সকালে প্রবেশ করে। কাঁকুড় গাছি তে অডিটার সঞ্জয় পোদ্দার এর বাড়িতেও ইডি তল্লাশী চালাচ্ছে।

শরৎ বসু রোডে এবং নিউ আলিপুরের একটি বাড়িতে ইডি-র দল রয়েছে। এই মামলায় তদন্তকারীদের নজরে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীও। জানা গিয়েছে, এ দিন সকালে তাঁর বাড়িতেও গিয়েছেন ইডি-র আধিকারিকরা। সব জায়গাতেই অফিসারদের সঙ্গে আছে কেন্দ্রী য় বাহিনী।

প্রসঙ্গত, ২০২৪-এর ১২ জানুয়ারি প্রায় ১৪ ঘণ্টা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকেরা তল্লাশি চালান। বাজেয়াপ্ত করেন বহু নথি। বাজেয়াপ্ত করা হয় সুজিতবাবুর মুঠোফোন। তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সে সময় বলেন, ‘‘যদি কাজের জন্য কেউ আমাকে এক টাকা দিয়ে থাকেন, আমি আজই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দেব।’’ তবে, এদিনের অভিযান সবে শুরু হয়েছে। বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।